শিক্ষা

রমজানে প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন

পবিত্র রমজান মাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচি নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে প্রাথমিক বিদ্যালয়। এর মাঝে থাকবে নামাজের বিরতি।

সময়সূচি পরির্তনের চিঠি সব জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে পাঠানো হয়েছে। শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত ওই চিঠি বৃহস্পতিবার (৭ মার্চ) জেলায় জেলায় পৌঁছেছে।

তাতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে। এই সময়সূচি সব ধরনের স্কুলের ক্ষেত্রে (ঢাকা মহানগরীসহ) প্রযোজ্য হবে।

সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ওই সময়সূচির মধ্যে যোহরের নামাযের জন্য ১৫ মিনিট বিরতি দিয়ে শ্রেণি কার্যক্রমের রুটিন দেবেন। এ সময়সূচি শুধু পবিত্র রমজান মাসের জন্য প্রযোজ্য হবে।