শিক্ষা

কারিগরি কোর্স চালুতে আগ্রহী মাদ্রাসার তথ্য আহ্বান

কারিগরি কোর্স চালু করতে আগ্রহী এমপিওভুক্ত মাদ্রাসাগুলোর কাছে প্রয়োজনীয় তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

গত ১০ এপ্রিল স্বাক্ষরিত মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য চাওয়া হয়। চিঠিটি আজ সোমবার (১৫ এপ্রিল) প্রকাশিত হয়।

এর আগে সারা দেশের ১ হাজার মাদ্রাসায় কারিগরি কোর্স চালু করার সিদ্ধান্ত নেয় অধিদপ্তর। তারই পরিপ্রেক্ষিতে এ কোর্স চালু করতে আগ্রহী মাদ্রাসাগুলোকে নির্ধারিত ছকে তথ্য দেওয়ার জন্য বলা হয়েছে।

ছকে মাদ্রাসার নাম, ইআইআইএন নম্বর, এমপিও কোড, ঠিকানা, শিক্ষার্থী সংখ্যা, শিক্ষক-কর্মচারীর সংখ্যা ইত্যাদি তথ্য চাওয়া হয়েছে।

এসব মাদ্রাসায় শিক্ষার্থী কমপক্ষে ২০০ জন, ভবন কমপক্ষে দুটি, শ্রেণিকক্ষের সংখ্যা কমপক্ষে ১০টি, বিগত ৩ বছরের দাখিল পরীক্ষার কমপক্ষে ৪০ জনের সন্তোষজনক ফল, এমপিওভুক্তি থেকে কমপক্ষে ৩ বছর বিদ্যুৎ সংযোগ, কম্পিউটার কমপক্ষে তিনটি হতে হবে।

এর আগে গত ৫ মার্চ সারা দেশ থেকে ১ হাজার এমপিওভুক্ত মাদ্রাসায় কারিগরি কোর্স চালুর সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, কারিগরি শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার মাদ্রাসায় কারিগরি কোর্স চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মাদ্রাসা নির্বাচন, ট্রেড নির্বাচন, শিক্ষক সংখ্যা, অবকাঠামো ও প্রয়োজনীয় যন্ত্রপাতির তথ্যের প্রতিবেদন অধিদপ্তরকে পাঠাতে হবে।