জাতীয়করণ থেকে বাদপড়া বিদ্যালয়সমূহ জাতীয়করণসহ ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি ও টিফিনের দাবিতে গত ৫ জুন থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন ধর্মঘট পালন করেন বেসরকারি প্রাথমিক শিক্ষকরা। শতাধিক শিক্ষকরা সেখানে অবস্থান করছেন।
শুক্রবার (৭ জুন) তৃতীয় দিনের মতো অনশন ধর্মঘট পালন করছিলেন শিক্ষকরা। সকাল সাড়ে ১১টার দিকে গরমে অসুস্থ হয়ে জ্ঞান হারান নোয়াখালীর হাতিয়া উপজেলা থেকে আসা শিপ্রা রাণী। ছেলেকে সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। মায়ের এমন অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন ছেলে। পরে একটি রিকশায় করে শিপ্রা রাণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরেক রিকশায় করে কাঁদতে কাঁদতে ছেলেও যান হাসপাতালে।
এদিকে, অনশন ধর্মঘটে বাংলাদেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। মাথায় কাফনের কাপড় বেঁধে কর্মসূচি পালন করছেন।
তারা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। আর সেই শিক্ষাদান করে থাকেন প্রাথমিক শিক্ষকেরা। ২০১৩ সালের ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিয়ে জাতির পিতার মতো আরও একটি ইতিহাস রচনা করেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, জাতীয়করণকালীন ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান করা হয়েছিল তার সংখ্যা যথাযথ না হওয়ায় জাতীয়করণ যোগ্য আরও কিছুসংখ্যক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত শিক্ষকেরা জাতীয়করণ থেকে বাদ পড়ে। সমপরিমাণ যোগ্যতা থাকা সত্ত্বেও তৎকালীন কিছু কর্মকর্তা কর্মস্থলে না থাকায়, সব শর্ত পূরণ করার পরেও ২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করার পরেও ১৩শ বিদ্যালয় জাতীয়করণের জন্য উপজেলা ও জেলা যাচাই-বাছাই করা হলেও তা এখনো জাতীয়করণ করা হয়নি, যা মন্ত্রণালয়ে সংরক্ষণ করা আছে।
সংগঠনের সাধারণ সম্পাদক আ স ম জাফর ইকবাল বলেন, ২০১৮ সালে আন্দোলনের পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিদ্যালয়গুলো জাতীয়করণের চিঠি হলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়বিহীন এলাকায় প্রতিষ্ঠিত হয়ে বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের পাঠদান পরিচালনা করে আসছে। বিদ্যালয়গুলোর জায়গা জমি খাজনা খারিজ সরকারের নামে হস্তান্তর করা হয়েছে।
অবস্থান ধর্মঘটে অংশ নেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মোহাম্মাদ আলী লিটন, ধরণী, সাংগাঠনিক সম্পাদক মো. ফিরোজ উদ্দিন, প্রচার সম্পাদক নাসির, সিনিয়র সাংগঠনিক মনি মহন বসু, সহসভাপতি নুরুল ইসলাম, তামান্না, জাকির, নাসরিন, রুনা লায়লা, তাহের, সালেহ প্রমুখ।