শিক্ষা

হামলার প্রতিবাদে লাঠিসোটা নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১১ টার দিকে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজসহ আশপাশের কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। তারা কাজলা বাসস্ট্যান্ডে অবস্থান নিয়েছেন। তাদের অনেকের মাথায় পতাকা বাঁধা আবার অনেকের হাতে পতাকা। এদের কারো কারো হাতে বাঁশের লাঠি, কাঠ দেখা গেছে। তারা বলছেন, ছাত্রলীগ কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে। তাদের ওপরও হামলা চালাতে পারে। তাদের প্রতিহত করতে তার সাথে বাঁশের লাঠি, কাঠ, রেখেছেন। কয়েকজনের সাথে এ প্রতিবেদক কথা বললে তারা এ কথা জানান।

হাতে লাঠি-সোঠা রাখার কারণ জানতে চাইলে তাসকিন নামে এক শিক্ষার্থী বলেন, ‘দেখেন না ছাত্রলীগ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। কতজনকে আহত করেছে।  আমরা কি শুরু মার খাবো? তারা যদি হামলা চালায় তাদের প্রতিহত করতে এগুলো রেখেছি।’

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী মাহতাব বলেন, ‘অধিকার আদায়ের জন্য এসেছি। আর আমার ভাই-বোনের ওপর হামলার প্রতিবাদ জানাতে এসেছি। ছাত্রলীগ তাদের ওপর হামলা চালিয়েছে আহত করেছে। এবার হামলা করলে আমরা প্রতিহত করবো।’

অবরোধ স্থানে এসেছেন ওয়ারি জোনের এডিসি মাসুদুর রহমান মনির। তিনি শিক্ষার্থীদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক রাখার অনুরোধ করেন। এতে তোপের মুখে পড়েন তিনি। শিক্ষার্থীরা জানতে চান, ‘কাল যখন আমার ভাই-বোনদের ওপর হামলা হলো তখন আপনারা কই ছিলেন। আজ এসেছেন। ’

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।