শিক্ষা

থমথমে ঢাবি, ভিসির বাসভবনের সামনে অবস্থান আন্দোলনকারীদের

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ এবং ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে প্রাণহানির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

আতঙ্কিত শিক্ষার্থীরা বুধবার (১৭ জুলাই) সকাল থেকে হল ছাড়তে শুরু করেছেন। এদিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের প্রথম সভা। এরপর সদস্যরা দ্বিতীয় বৈঠক করার জন্য উপাচার্যের (ভিসি) বাসভবনে রয়েছেন।

সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। আজ বুধবার (১৭ জুলাই) সকাল থেকে বিজয় একাত্তর হল, রোকেয়া হল, কবি জসীম উদ্দিন হলসহ প্রায় সব হল থেকেই শিক্ষার্থীদের অনেককে বেরিয়ে যেতে দেখা যায়। পরিবেশ স্বাভাবিক হয়ে ক্যাম্পাসে ফিরবেন বলে জানিয়েছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছেন। পুলিশকে দেখে আন্দোলনকারীদের স্লোগান দিতে দেখা গেছে।