শিক্ষা

পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান 

এইচএসসির ফল নিয়ে রোববারের ঘটনার পর পদত্যাগপত্র জমা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার। আজ সোমবার সকালে সচিবালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

তিনি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের কাছে পদত্যাগপত্রটি জমা দেন। যদিও এটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে এখনও আলোচনা চলছে বলে জানিয়েছেন সচিব।

এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য একদল শিক্ষার্থীর অটো পাস করানোর দাবিতে আন্দোলনের মুখে পদত্যাগের ঘোষণা দেন অধ্যাপক তপন কুমার সরকার। রোববার (২০ অক্টোবর) রাতে তিনি পদত্যাগের বিষয়টি গণমাধ্যমে জানান।

এ সময় তপন কুমার সরকার বলেছিলেন, শিক্ষার্থীরা আমার পদত্যাগ চেয়েছে। আমি পদত্যাগ করলে যদি তারা আন্দোলন স্থগিত করে তাহলে আমি পদত্যাগই করবো। আগামীকাল (সোমবার) আমার পদত্যাগপত্র জমা দেব।

এইচএসসি ও সমমান পরীক্ষায় বৈষম্যহীন ফলাফলের দাবিতে রোববার (২০ অক্টোবর) দুপুর থেকে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে বিক্ষোভ শুরু করেন একদল পরীক্ষার্থী।

পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু অকৃতকার্য হওয়া বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের কক্ষে ঢুকে পড়েন এবং প্রকাশিত ফল বাতিলের ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা সেখান থেকে যাবেন না বলে ঘোষণা দেন। এমন পরিস্থিতিতে রাতেও নিজ কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় থাকতে দেখা যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে।