শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানে শহিদদের স্মরণসভা করার নির্দেশ

জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহিদ ও আহত হয়েছেন, তাদের নামে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ দিয়েছে শিক্ষা প্রশাসন। একই সঙ্গে ছাত্র-জনতার অভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেও বলা হয়েছে।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে এ অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা নিতে সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সব কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরে মধ্যে যে কোনো দিন বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা এবং গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে ব্যবস্থা করতে হবে।