গুণগত শিক্ষা নিশ্চিত ও সহজতর করে ৬ষ্ঠ-১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য চালু হয়েছে এসিএস ফিউচার স্কুল। প্রতিষ্ঠানটি প্রথমবারের মত আনছে স্টাডি বাডি, যার নাম ‘কিউরিওসিটি’। ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির জন্য এটিই দেশের প্রথম ডিজিটাল ও একাডেমিক ‘কমিউনিটি অ্যাপ’।
প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও টিচার প্যানেলের সমন্বয়ে গড়ে উঠেছে অনলাইনে একাডেমিক লেখাপড়ার প্ল্যাটফর্ম। প্রথম বছরে ৬ষ্ঠ-১০ম শ্রেণির বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিকের শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে ‘একাডেমিক প্রোগ্রাম ২০২৫’ কোর্স। যার ক্লাস শুরু হচ্ছে ১০ জানুয়ারি থেকে।
পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীর স্কিল ডেভেলপ ও সৃজনশীলতার বিকাশে থাকছে ৫টি ক্লাবস। ২০২১ সাল থেকে কার্যক্রম শুরু করা এসিএস শিক্ষাখাতে নতুন সম্ভাবনার দুয়ার ও দেশের শিক্ষার্থীদের বিশ্বমানের ভবিষ্যতের গড়তে নিরলস কাজ করে যাচ্ছে।