রাহাত সাইফুল : ঢাকাই সিনেমা নিয়ে যখন অনেকেই আশার বীজ বুনতে শুরু করেছেন তখনই অচমকা আশনী সংকেত। সকল স্বপ্ন, সম্ভাবনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঢাকাই সিনেমা নকল ছবির নোংরা থাবায় আটকা পড়ছে বলেই অভিমত চলচ্চিত্রসংশ্লিষ্টদের।
ছবির গল্প থেকে শুরু করে, সংলাপ, দৃশ্য, অ্যাকশন এমন কি পোস্টারেও নকলের অভিযোগ পাওয়া যাচ্ছে হরহামেশাই। এ নিয়ে প্রায়ই সমালোচনা, বিতর্কের ঝড় উঠছে সামাজিক যোগাযোগেরমাধ্যম থেকে গণমাধ্যমেও। সেই পালেই যেন হাওয়া দিচ্ছেন খ্যাতিমান তারকা শাকিব খান। ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান খ্যাত চিত্রনায়ক শাকিব খান। গত কয়েক বছর ধরে তার অভিনীত সিনেমা দুই ঈদে মুক্তি পেয়ে আসছে নিয়ম করে। এ সব সিনেমাগুলোর অধিকাংশই তামিল অথবা হিন্দী সিনেমার নকল। তাই অনেকে প্রকাশ্যেই বলছেন- ‘শাকিব খান মানেই কি তাহলে নকল সিনেমা?’ এ প্রশ্নের উত্তর খুঁজতে খুব বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই। শুধু এ নায়ক অভিনীত গত কয়েক বছরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর দিকে মুখ ফেরালেই হয়!গত বছরের ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত হিরো দ্য সুপার স্টার সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটি তামিল সিনেমার নকল ছিল। একই বছরের ঈদুল আজহায় মুক্তি পাওয়া তার হিটম্যান সিনেমাটিও নকল বলে জানা যায়। ২০১২ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা ভিটাই-এর কার্বন কপি হিটম্যান।
রাইজিংবিডি/ঢাকা/১৯ সেপ্টেম্বর ২০১৫/রাহাত সাইফুল/রাশেদ শাওন/আমিনুল ই শান্ত