বিনোদন

মার্চে শুরু ডিপজলের ‘পাথরের মন’

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। কয়েক মাস আগে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার হার্টে সফল অস্ত্রোপচার হয়েছে। ঢাকায় ফিরেই ‘পাথরের মন’ নামে নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন তিনি। এসবই পুরোনো খবর নতুন খবর হলো- আগামী মার্চ থেকে সিনেমাটির দৃশ্যায়নের কাজ শুরু হবে। গতকাল শনিবার গুণী নির্মাতা ছটকু আহমেদকে এ সিনেমার পরিচালক হিসেবে চুক্তিবদ্ধ করান ডিপজল। এ প্রসঙ্গে ছটকু আহমেদ রাইজিংবিডিকে বলেন, ‘‘পাথরের মন’ সিনেমাটির শুটিং মার্চ থেকে শুরু করব। গতকাল সিনেমাটিতে চুক্তিবদ্ধ হলাম। ডিপজল সাহেব সিনেমাটির গানের রেকর্ডিংয়ের জন্য টাকাও দিয়েছেন। এই সিনেমার কাহিনি ডিপজল সাহেবের। আশা করছি, তার অভিনীত অন্যান্য সিনেমার মতো এটাও দর্শক পছন্দ করবেন।’ ডিপজল নেতিবাচক ও ইতিবাচক দুই ধরণের চরিত্রে অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রে উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করছেন তিনি। ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ সিনেমার প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। এতে ডিপজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন চিত্রনায়িকা আঁচল আঁখি। অনি-বনি কথাচিত্রের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করছেন বাপ্পি চৌধুরী-শিরিন শিলাসহ অনেকে। এর চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দুলাভাই জিন্দাবাদ’ সিনেমাটি। ডিপজল অভিনীত এই সিনেমাটি নির্মাণ করেন মনতাজুর রহমান আকবর। রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৮/রাহাত/শান্ত