বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো। তবে চিকিৎসার জন্য অভিনয় থেকে সাময়িকভাবে বিরতিতে যাওয়ার ঘোষণা দিলেন এই অভিনেতা।
আজ (১১ আগস্ট) বিকালে এক টুইটে সঞ্জয় দত্ত লিখেন—চিকিৎসার জন্য কাজ থেকে শর্ট ব্রেক নিচ্ছি। আমার পরিবার ও বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন। আর সবাইকে অনুরোধ করছি, অযৌক্তিক কল্পনা-জল্পনা করবেন না। খুব শিগগির ফিরে আসছি।
গত ৮ আগস্ট সন্ধ্যায় শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে সঞ্জয় দত্তকে লিলাবতি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গতকাল (১০ আগস্ট) হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তিনি।
গুঞ্জন উঠেছিল, সঞ্জয় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে দায়িত্বরত চিকিৎসকরা এই গুঞ্জন উড়িয়ে দেন। শুধু তাই নয়, সঞ্জয়ের কোভিড-১৯ টেস্ট করা হয়। এর ফল নেগেটিভ এসেছে।
সঞ্জয় দত্তের পরবর্তী সিনেমা ‘সড়ক টু’। আগামী ২৮ আগস্ট ডিসনি-হটস্টারে মুক্তি পাবে এটি।