জনপ্রিয় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। তার মাদক আসক্তির কথা কম বেশি সবাই জানেন। এমনকি এই অভিনেতা নিজেও বিষয়টি স্বীকার করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সঞ্জয়ের মাদক সেবন নিয়ে কথা বলেছেন তার মেয়ে ত্রিশলা। তিনি বলেন, ‘বাবার মাদক আসক্তির ক্ষেত্রে বলতে হয়, তিনি সেরে উঠছেন। তিনি প্রতি মুহূর্তে এটির সঙ্গে লড়াই করছেন। এখন তিনি মাদক সেবন করেন না। আমি বাবাকে নিয়ে গর্বিত যে, তিনি এই বিষয়টি স্বীকার করেছেন, এ বিষয়ে ব্যবস্থা নিয়েছেন এবং সাহায্য চেয়েছেন। এ বিষয়ে লজ্জিত হওয়ার কিছু নেই।’
সঞ্জয় কন্যা আরো বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রেই শুরুতে সবাই ইচ্ছাকৃত মাদক সেবন করেন, কিন্তু বারবার মাদকের ব্যবহার মস্তিষ্কে পরিবর্তন আনে এবং নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে মাদক থেকে নিজেকে বিরত রাখার ক্ষমতা হারিয়ে যায়। মস্তিষ্কের এই পরিবর্তন অবিরাম চলতেই থাকে। এজন্য মাদক আসক্তিকে রিল্যাপসিং রোগও বলা হয়। যারা এই মাদক আসক্তি থেকে সেরে ওঠেন, অনেক ক্ষেত্রে এক বছর মাদক না নিয়েও আবার আসক্ত হয়ে পড়তে পারেন।’
এর আগে এক সাক্ষাৎকারে সঞ্জয় জানান, ১২ বছর তিনি মাদকাসক্ত ছিলেন। এমন কোনো মাদক নেই যেটি তিনি সেবন করেননি। এই অভিনেতাকে নিয়ে নির্মিত ‘সাঞ্জু’ সিনেমাতেও তার মাদক সেবনের বিষয়টি তুলে ধরা হয়েছে।
বর্তমানে ‘কেজিএফ: চ্যাপটার টু’ সিনেমার শুটিং করছেন সঞ্জয় দত্ত। এছাড়া ‘শমশেরা’ও ‘পৃথ্বিরাজ’ সিনেমাতে দেখা যাবে তাকে।