বিনোদন

মা হারালেন এ আর রহমান

বরেণ্য সংগীত পরিচালক এ আর রহমানের মা করীমা বেগম আর নেই।

জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। সোমবার (২৮ ডিসেম্বর) চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অস্কার-বাফটা-গ্র্যামি জয়ী সংগীত পরিচালকের মা।

নিজের সাফল্যের জন্য সবসময়ই মায়ের কৃতিত্ব দিয়েছেন এ আর রহমান। বিভিন্ন সময় সাক্ষাৎকারে তার জীবনে মায়ের অবদানের কথা উল্লেখ করেছেন। সোমবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে মায়ের একটি ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন এই খ্যাতনামা সংগীতজ্ঞ। তবে ক্যাপশনে কিছু লেখেননি তিনি।

এর আগে এক সাক্ষাৎকারে মা প্রসঙ্গে এ আর রহমান বলেন, ‘তার মধ্যে সংগীতের প্রতিভা রয়েছে। তিনি যেভাবে চিন্তা করেন ও সিদ্ধান্ত নেন তা আমার চেয়েও দূরদর্শী। উদাহরণস্বরূপ, আমার কথা বলতে হয়। স্কুল ছেড়ে আমাকে সংগীতের জগতে নিয়ে আসেন তিনি। কারণ বুঝতে পেরেছিলেন আমার জন্য এটিই সঠিক পথ।’

এদিকে এ আর রহমানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও ভক্তরা।