ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা। গত ১১ জানুয়ারি ভারতীয় শোবিজ অঙ্গনের আলোচিত এই জুটির ঘরে নতুন অতিথি আসে। তবে এতদিন মেয়েকে আড়ালেই রেখেছিলেন তারা।
এদিকে মা হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে বিরাট-আনুশকার মেয়ের ভুয়া ছবি ইন্টারনেটে প্রকাশ পায়। তবে সোমবার (১ ফেব্রুয়ারি) মেয়েকে প্রকাশ্যে এনেছেন বিরুশকা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বিরাটকে পাশে রেখে মেয়েকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন আনুশকা।
ছবির ক্যাপশনে এই অভিনেত্রী লিখেছেন, ‘জীবনের পথচলায় ভালোবাসা, পরস্পরের পাশে থাকা ও বিনয় আমাদের একত্রে রেখেছে, কিন্তু এই ছোট্ট বামিকা এটিকে অন্য মাত্রা দিয়েছে। অশ্রু, হাসি, দুশ্চিন্তা ও আশীর্বাদ— কিছু সময় কয়েক মুহূর্তের আবেগেই অনেক বড় অভিজ্ঞতা হয়। ঘুম এখন অধরা কিন্তু আমাদের হৃদয় পরিপূর্ণ। আপনাদের শুভেচ্ছা, প্রার্থনা ও ইতিবাচক মনোভাবের জন্য ধন্যবাদ।’
দীর্ঘদিন লুকোচুরি প্রেমের পর ২০১৭ সালের ডিসেম্বরে বিয়ে করেন বিরাট ও আনুশকা। করোনা মহামারির কারণে দীর্ঘদিন লকডাউনে থাকার পর গত আগস্টে মা হওয়ার খবর জানান আনুশকা।