বিনোদন

প্রতারণার অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে মামলা

প্রতারণা ও কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগে অভিনেত্রী কঙ্গনা রাণৌতের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছেন লেখক আশিষ কাউল। তার এই অভিযোগের ভিত্তিতে শুক্রবার (১২ মার্চ) খার থানার পুলিশকে কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন মুম্বাইয়ের একটি আদালত।

কঙ্গনার বিরুদ্ধে কপিরাইট, বিশ্বাস ভঙ্গ, প্রতারণাসহ তথ্য প্রযুক্তি আইনে আদালতে অভিযোগ করেন আশিষ কাউল। এই অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ (৩) ধারায় মামলা দায়ের হয়েছে।

আশিষ কাউল জানান, কয়েকটি থানায় যাওয়ার পর কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের করতে ব্যর্থ হন তিনি। এরপর মামলা দায়েরের নির্দেশ চেয়ে বান্দ্রার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের শরণাপন্ন হন।

কিছুদিন আগে ‘মণিকর্ণিকা রিটার্ন: দ্য লিজেন্ড অব ডিড্ডা’ সিনেমার ঘোষণা দিয়েছেন কঙ্গনা। এরপর থেকেই তার বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ করে আসছেন লেখক আশিষ কাউল। এই লেখক জানান, তার ‘ডিড্ডা: দ্য ওয়ারিয়র কুইন অব কাশ্মির’ নামে বই ইতোমধ্যে ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছে। এর কপিরাইটও তার কাছে রয়েছে। লকডাউনের মধ্যে বইটির হিন্দি সংস্করণ লেখার জন্য কঙ্গনা রাণৌতের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। কঙ্গনাকে ই-মেইল পাঠিয়েছিলেন কিন্তু তখন কোনো উত্তর পাননি। হঠাৎ এই অভিনেত্রীর সিনেমার ঘোষণা দেওয়াতে তিনি ভীষণ অবাক হয়েছেন।