বিনোদন

কৃতির আবেদনময়ী ছবিতে মন্তব‌্য করে বিতর্কে অমিতাভ

খোলা চুল। পরনে অফ শোল্ডারের পোশাক। একটি দেয়ালের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন বলিউড অভিনেত্রী কৃতি স‌্যানন। একটি স্থিরচিত্রে এমন লুকে দেখা যায় তাকে। কয়েকদিন আগে আবেদনময়ী ছবিটি কৃতি তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ‌্যাকাউন্টে পোস্ট করেছেন। তাতে বলিউডের একঝাঁক তারকা অভ্য়িনশিল্পী মন্তব‌্য করেছেন। বাদ পড়েননি বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও।

৭৮ বছর বয়েসি অমিতাভ তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম থেকে মন্তব‌্য করেছেন। একটি লাভ রিঅ‌্যাক্ট দিয়ে তিনি লিখেছেন—‘ওয়াও’। আর তারপরই শুরু হয়েছে বিতর্ক। অনেকে কটাক্ষ করছেন অমিতাভকে, কেউ কেউ রসিকতা করতেও ছাড়ছেন না। তার মন্তব‌্যের নিচে ৪ হাজার ২০০ মন্তব‌্য করেছেন নেটিজেনরা। যার বড় অংশ নেতিবাচক। পিয়ুষ নামে একজন লিখেছেন, ‘হারামি মানুষ।’ কবীর নামে একজন লিখেছেন, ‘রসিক চাচা।’ মোহিত নামে একজন লিখেছেন, ‘অমিতাভজি আপনাকে আমরা বাবার মতো অনুভব করি।’ রেহান নামে আরেকজন লিখেছেন, ‘স‌্যার আপনিও?’ আরেকজন লিখেছেন, ‘দুষ্টু স‌্যার।’

বলিউড অভিনেতা সুশান্ত সিংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন কৃতি। তার মৃত‌্যুর পর বলিউডের অনেকে মুখ খুললেও চুপ ছিলেন এই অভিনেত্রী। এ নিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েন তিনি। চলতি মাসে চুপ থাকার কারণ ব‌্যাখ‌্যা করে কৃতি স্যানন বলেন, ‘এক সময় এটি নিয়ে অনেক হইচই হয়েছে, আমি এর মধ্যে জড়াতে চাইনি। বিষয়টি এমন পর্যায়ে চলে গিয়েছিল যে, মানুষের এই ব্যাপারে সহানুভূতি কমে যায় এবং অনেক নেতিবাচক কথা ছড়াতে শুরু করে। কোনো প্রকার নেতিবাচকতা চাইনি।’  

কৃতির ঝুলিতে বর্তমানে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এগুলো হলো— ‘মিমি’, ‘হাম দো হামারে দো’, ‘বচ্চন পান্ডে’, ‘ভেদিয়া’ ও ‘আদিপুরুষ’।