ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কিন্তু কোভিড রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অক্সিজেন ও বেড দেশটির অনেক হাসপাতালে নেই।
সম্প্রতি বলিউড ‘কুইন’খ্যাত অভিনেত্রী কঙ্গনা রাণৌত জানান, ভারতের অবস্থা ভয়াবহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভুল নাকি সঠিক সেটি বিবেচ্য নয়, কিন্তু অনেক স্থানেই পর্যাপ্ত অক্সিজেন নেই।
কঙ্গনার এই বক্তব্য প্রসঙ্গে ‘বিগ বস ১৪’ প্রতিযোগী ও অভিনেত্রী রাখি সাওয়ান্তকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘অক্সিজেন পাওয়া যাচ্ছে না? ওহ হো! কঙ্গনাজি দয়া করে আপনি দেশের সেবা করুন। আপনার কাছে কোটি কোটি রুপি আছে। অক্সিজেন কিনে মানুষের মাঝে বিলি করুন। আমরা তো এগুলো করছি।’
করোনা সংকট মোকাবিলায় অনেক তারকা সাহায্যের হাত বাড়িয়েছেন। সোনু সুদ, সালমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগন, প্রিয়াঙ্কা চোপড়া, দিয়া মির্জা, আলিয়া ভাটসহ বেশ কয়েকজন প্রথম সারির বলিউড তারকা ক্ষতিগ্রস্ত ও আক্রান্তদের সাহায্যের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। এছাড়া তারা সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষকে বিভিন্নভাবে সচেতন করার চেষ্টা করছেন।