জনপ্রিয় বলিউড অভিনেতা ঋষি কাপুর। গত বছর ৩০ এপ্রিল প্রয়াত হয়েছেন তিনি। আজ শুক্রবার তার প্রথম মৃত্যুবার্ষিকী।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ঋষি কাপুরের সঙ্গে তার একটি সাদা কালো ছবি পোস্ট করেছেন এই অভিনেতার স্ত্রী নিতু কাপুর। ক্যাপশন লিখেছেন, ‘গত এক বছর আমাদের চারপাশের সবকিছুই ছিল বিষাদময়। সম্ভবত তাকে হারানোর চেয়েও বেশি কষ্টের। এমন কোনো দিন নেই যেদিন তাকে নিয়ে আলোচনা হয়নি অথবা তাকে স্মরণ করিনি। আমাদের মাঝেই তিনি ছিলেন। মাঝে মাঝে তার কৌতুক, উপদেশ ও বিভিন্ন উদ্ধৃতি! ঠোঁটের কোণে হাসি নিয়েই আমরা তাকে সারা বছর স্মরণ করেছি। কারণ তিনি সারা জীবন আমাদের হৃদয়ে থাকবেন। তাকে ছাড়া জীবন আর আগের মতো হবে না— আমরা এটি মেনে নিয়েছি। কিন্তু জীবন তো থেমে থাকে না।’
এদিকে ইনস্টাগ্রামে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমা লিখেছেন, ‘যদি আপনাকে আর একবার আমাকে মুস্ক বলতে শুনতে পেতাম! যতদিন আবার আপনার সঙ্গে দেখা না হচ্ছে ততদিন আপনাকে আমরা স্মরণ করব। আপনাকে নিয়ে আলোচনা করব। কখনো ভুলব না। আমাদের হৃদয়ের অন্তস্থলে আপনি আছেন এবং থাকবেন। আমাদের দেখাশোনা করবেন, যতদিন না আবার দেখা হচ্ছে।’
২০১৮ সালে ঋষি কাপুরের ক্যানসার ধরা পড়ে। এরপর চিকিৎসার জন্য নিউ ইয়র্ক যান। প্রায় এক বছর সেখানে চিকিৎসা শেষে ২০১৯ সালের সেপ্টেম্বরে ভারতে ফেরেন। এরপর প্রায়ই অসুস্থতার জন্য তার হাসপাতালে ভর্তির খবর পাওয়া যেত। শারীরিক অবস্থার অবনতি হলে গত বছর ২৯ এপ্রিল ঋষি কাপুরকে মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ এপ্রিল সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।