বিনোদন

শাহরুখকে প্রথম দেখে যা বলেছিলেন জুহি

শাহরুখকে প্রথম দেখে যা বলেছিলেন জুহি

বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ খান ও জুহি চাওলা। একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছে তারা।

এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে প্রথম দেখার স্মৃতিচারণ করেন জুহি। এই অভিনেত্রী বলেন, “তখন আমিও নতুন ছিলাম। শাহরুখের সঙ্গে ‘রাজু বান গ্যায়া জেন্টলম্যান’ সিনেমায় চুক্তিবদ্ধ হই। প্রযোজক আমাকে বলেছিল, তোমার হিরো ‘ফৌজি’ সিরিয়াল করেছে। অনেক প্রসিদ্ধ। আর দেখতে একবারে আমির খানের মতো। আমিও মনে মনে একটি চকলেট বয় কল্পনা করেছিলাম। ভেবেছিলাম আমিরের মতো সুদর্শন কেউ। সিনেমার জন্য রাজি হয়ে যাই।”

কিন্তু শাহরুখকে প্রথম দেখে অনেক অবাক হন জুহি। তিনি বলেন, ‘সিনেমার সেটে প্রথমবার শাহরুখকে দেখি। প্রযোজক বলেন, এটিই হিরো। চিকন গড়ন ও বাদামী গায়ের রং। চোখ পর্যন্ত চুল দিয়ে ঢাকা। সাদা শার্ট পরা চিকন একটি ছেলে। আমি বলি, এটিই নায়ক! সে কোন দিক থেকে আমির খানের মতো দেখতে। বলি, আমার সাথে ধোকা হয়েছে। কিন্তু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম তাই সেটি করতে হয়েছে।’

অবশ্য পরবর্তী সময়ে ‘রাজু বান গ্যায়া জেন্টলম্যান’ ছাড়াও ‘ডর’, ‘রাম জানে’, ‘ইয়েস বস’, ‘ডুপ্লিকেট’, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’, ‘ওয়ান টু কা ফোর’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ ও জুহি। ব্যক্তিগত জীবনেও তাদের বেশ ভালো বন্ধুত্ব।