বিনোদন

বদলে গেলো তাপসীর পরিচালক, যুক্ত হলেন সৃজিত

বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর পরবর্তী সিনেমা ‘সাবাশ মিতু’। ভারতীয় নারী ক্রিকেটার মিতালি রাজকে নিয়ে নির্মিত হচ্ছে এটি। দেড় বছর ধরে চলছে এ সিনেমার কাজ। গত এপ্রিলে সিনেমাটির শুটিং শুরু হয়। এটি পরিচালনা করছিলেন রাহুল ঢোলাকিয়া। কিন্তু বদলে গেলো তাপসীর পরিচালক। আর এই দায়িত্ব নিলেন ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা সৃজিত মুখার্জি। এক টুইটে এসব তথ‌্য জানান বিখ্যাত চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ।

এই মুহূর্তে মুম্বাই রয়েছেন সৃজিত মুখার্জি। এখনো শুটিং শুরু করেননি, জোর কদমে চলছে প্রি-প্রোডাকশনের কাজ। সৃজিত বলেন—‘ক্রিকেট আমার প্যাশন। ছোটবেলা থেকেই ক্রিকেট খেলেছি। ক্রিকেট নিয়ে পড়াশোনাও করেছি। আর সেই ক্রিকেট নিয়ে বায়োপিক করতে পারাটা বিশাল ব্যাপার। তাপসীর মতো সু-অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারাটাও বড় ব্যাপার।’

শুটিং শুরুর পরও কেন নির্দেশনার দায়িত্ব ছেড়ে দিলেন রাহুল—এ প্রশ্ন অনেকের। এ বিষয়ে রাহুল এক বিবৃতিতে বলেন, ‘যে মুহূর্তে আমি চিত্রনাট্য পড়েছি, নিশ্চিত ছিলাম সিনেমাটি আমিই করব। কিন্তু কোভিড সবকিছু লন্ডভণ্ড করে দিয়েছে। এই সিনেমা আমার প্যাশন। অনেক স্মৃতি জড়িয়ে রইলো। সরাসরি যুক্ত না থাকলেও সিনেমাটির সঙ্গে মনে মনে জুড়ে থাকব।’

জীবনী নির্ভর এই সিনেমার জন‌্য এতদিন নিজেকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত করেছেন তাপসী। কঠিন অনুশীলনের মধ্যে বাঁধা ছিল তার রুটিন। কড়া ডায়েটে নিজেকে রেখেছিলেন। পাশাপাশি মাঠে একজন খেলোয়াড়ের শরীরী মেজাজ, মানসিক গঠন যেমন থাকে, তা পুরোপুরি বজায় রাখার জন্য নিজেকে বাইরের জগত থেকে আলাদা করে নিয়েছেন তাপসী।