করোনা সংক্রমণ রোধে ১ জুলাই থেকে সারা দেশে লকডাউন চলছে। এ পরিস্থিতিতে সিনেমার শুটিং নিয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্টরা সরকারের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে সিনেমার শুটিং স্থগিত রেখেছেন।
পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান বলেন, ‘সরকারি নিয়ম মেনে আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি, আজ (১ জুলাই) থেকে সিনেমার শুটিং স্থগিত। কেউ চাইলেও শুটিং করতে পারবে না। নিয়ম না মেনে শুটিং করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
লকডাউনের কারণে বেশ কয়েকটি সিনেমার শুটিং বন্ধ হয়ে গেছে। শাহীন সুমন পরিচালিত ‘গ্যাংস্টার’ সিনেমার শেষ লটের শুটিং বৃহস্পতিবার থেকে করার কথা ছিল। শুটিং ফ্লোর ভাড়া নেওয়া থেকে শুরু করে সকল প্রস্তুতিও নিয়েছিলেন তারা। কিন্তু তা বাতিল করেছেন।
ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ সিনেমার একটানা দৃশ্যধারণের কাজ হচ্ছিল। হঠাৎ লকডাউনের কারণে এর শুটিংও বন্ধ হয়ে গেছে। তপু খানের ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং থেমে গেছে। এছাড়াও বেশ কিছু সিনেমার শুটিংযের প্রস্তুতি নিলেও তা বন্ধ করে দিয়েছেন সংশ্লিষ্টরা।