বরাবরের মতো এবারো টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে ঈদুল আজহার অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ থাকে নাটক-টেলিফিল্ম। এবারো তার ব্যতিক্রম নয়। যদিও করোনা সংকটের কারণে এই আয়োজন কিছুটা সীমিত। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দিন যেসব নাটক-টেলিফিল্ম প্রচারিত হবে তা নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন।
এনটিভি
সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: তেজপাতা। রচনা: রাজিব আহমেদ। পরিচালনা: রুবেল হাসান। অভিনয়ে: জিয়াউল ফারুক অপূর্ব, সাবিলা নূর, মুনিরা মিঠু প্রমুখ। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: মেডেল। রচনা ও পরিচালনা: রায়হান খান। অভিনয়ে: মোশাররফ করিম, সারিকা সাবরিন, শাহাদাত হোসেন, জুঁই করিম, শেলী আহসান, মুকুল সিরাজ, মাহবুবুর রহমান, রিমু রেজা খন্দকার প্রমুখ। রাত ৭টা ৫৫ মিনিটে প্রচার হবে একক নাটক: প্রচ্ছদ। রচনা ও পরিচালনা: ফরহাদ আলম। অভিনয়ে: মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি, তারিক আনাম খান, শেখ মাহবুবুর রহমান প্রমুখ। রাত ৯টায় প্রচার হবে শর্ট ফিল্ম: সময়। রচনা ও পরিচালনা: মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে: শ্যামল মাওলা, নীলাঞ্জনা নীলা প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক: প্লাস ফোর পয়েন্ট ফাইভ। রচনা ও পরিচালনা: শিহাব শাহীন। অভিনয়ে: আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, কাজী খালেকুজ্জামান, শম্পা সাঈদ প্রমুখ। রাত ১১টায় প্রচার হবে একক নাটক: যদি কোনদিন। রচনা ও পরিচালনা: মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে: জিয়াউল ফরুক অপূর্ব, মেহজাবীন চৌধুরী প্রমুখ।
মাছরাঙা টিভি
বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: বিরাট ছাগলের হাট। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: বাবুর্চিয়ানা। পরিচালনা: নজরুল ইসলাম রাজু। অভিনয়ে: আফরান নিশো, সানজিদা প্রীতি, ইন্তেখাব দিনার প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: আমার বাপের অনেক টাকা। রচনা: গোলাম সারওয়ার অনিক। পরিচালনা: এম আই জুয়েল। অভিনয়ে: জোভান, ফারিন প্রমুখ। রাত ৯টা ১০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: বড় মিয়ার শাদী মোবারক। রচনা: রিজওয়ান খান। পরিচালনা: কায়সার আহমেদ। অভিনয়ে: জাহিদ হাসান, প্রভা, সাজু খাদেম, জামিল, নাজনীন চুমকী প্রমুখ। রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: অন্ধ জলছবি। রচনা: ইফফাত আরেফিন তন্বী। পরিচালনা: চয়নিকা চৌধুরী। অভিনয়ে: সাদিয়া ইসলাম মৌ, খায়রুল বাসার, মৌসুমী মৌ প্রমুখ। রাত ১১টা ২০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম: মামলাম্যান। রচনা: মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনা: আবু হায়াত মাহমুদ। অভিনয়ে: মীর সাব্বির, ফারিয়া শাহরিন প্রমুখ।
চ্যানেল আই
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিমুভি: মনের আড়ালে মন। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা: সৈয়দ সালাউদ্দিন জাকী। অভিনয়: মৌ, গাজী নুর, শরীফ সিরাজ, মাসুম বাশার।
এটিএন বাংলা
সকাল ৯টায় প্রচার হবে একক নাটক: কম খরচে ভালবাসা। রচনা ও পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: তাহসান, সারিকা প্রমুখ। বিকাল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে সাত পর্বের ধারাবাহিক নাটক: বগা ফাঁন্দে। রচনা: ফজলুল হক আকাশ। পরিচালননা: সকাল আহমেদ। অভিনয়ে: সালাহউদ্দিন লাভলু, লুৎফর রহমান জর্জ, আ খ ম হাসান, গোলাম ফরিদা ছন্দা, ঊর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ। রাত ৭টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক: মন দরিয়া। রচনা ও পরিচালনা: এস আর মজুমদার। অভিনয়ে: অপূর্ব, তাসনিয়া ফারিন প্রমুখ। রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে একক নাটক: যুগের হুজুগে। রচনা ও পরিচালনা: হানিফ সংকেত। রাত সাড়ে ১১টায় প্রচার হবে টেলিফিল্ম: গোলেমালে বেসামাল। রচনা: পারভেজ ইমাম, পরিচালনা: সোহেল তালুকদার। অভিনয়ে: জাহিদ হাসান শোভন, সিদ্দিক, আয়েশা নাফিজা, আনোয়ার প্রমুখ।
দীপ্ত টিভি
বিকাল ৪টায় প্রচার হবে টেলিফিল্ম: ফিমেল। পরিচালনায়: কাজল আরেফিন অমি। অভিনয়: সানজানা সরকার রিয়া, মিশু সাব্বির, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম। বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে সাত পর্বের ধারাবাহিক নাটক: গ্যাংস্টার গণি ভাই। পরিচালনায়: মোস্তফা মনন ও ফিরোজ কবির ডলার। অভিনয়: মীর সাব্বির, তানজিকা আমিন, সুজাত শিমুল, তানভীর, মাসুদ, রোদেলা মির্জা, আনন্দ খালেদ, শিশুশিল্পী মৌমিতা প্রমুখ। সন্ধ্যা ৬টয় প্রচার হবে তুর্কি ধারাবাহিক: ফেরিহা। সন্ধ্যা ৭টায় প্রচার হবে একক নাটক: রঙিন কাগজ। পরিচালনায়: সাইদুর ইমন। অভিনয়: জোভান, সাফা কবির। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: ভালোবাসার বটিকাবাব। পরিচালনায়: মাহমুদুর রহমান হিমি। অভিনয়: অপূর্ব, সাবিলা নূর। রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক: বাহার। রাত ১০টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক: সুলতান সুলেমান। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে শর্টফিল্ম: প্ল্যাটফর্ম। পরিচালনায়: আবু হায়াত মাহমুদ। অভিনয়: নাজিয়া হক অর্ষা, ইয়াশ রোহান। রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে শর্টফিল্ম: মধুচক্র। পরিচালনায়: হাসিব আহমেদ, অভিনয়: চমক, শাহনাজ খুশি। রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে শর্টফিল্ম: নওমহল। পরিচালনায়: এবি মামুন। অভিনয়: মনোজ প্রামাণিক, রিফাত চৌধুরী। রাত ১২টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: মেঘলা মেঘলা দিন। রচনা ও পরিচালনা: বাবু সিদ্দিকী। অভিনয়: অপূর্ব, সাফা কবির, মাসুম বাশার প্রমুখ।
বৈশাখী টিভি
বিকাল ৫টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: মজনু ভাই জিন্দাবাদ। রচনা: আহমেদ ফারুক। পরিচালনা: কাজী সাইফ আহমেদ। অভিনয়ে: সজল, ঊর্মিলা শ্রাবন্তী কর, ফারুক আহমেদ, ডা. এজাজ, অরিন, শফিক খান দিলু প্রমুখ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: রূপকথা। রচনা ও পরিচালনা: তারিক মুহাম্মদ হাসান। অভিনয়ে: শহীদুজ্জামান সেলিম, তারিন জাহান, সামিনা চৌধুরী, শাহাদৎ হোসেন, সিমরিন লুবাবা, শপ্তর্ষী, শামীম ভিস্তি প্রমুখ। রাত ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: কোরবানীর বিরাট হাট। রচনা ও পরিচালনা: এস এ হক অলিক। অভিনয়ে: মীর সাব্বির, মৌসুমী হামিদ, আজিজুল হাকিম, ঝুনা চৌধুরী, শিরিন আলম প্রমুখ। রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক: হাটা জামাই। রচনা: শরীফ সুজন: পরিচালনা: রুমান রনি। অভিনয়ে: রাশেদ সীমান্ত, ঊর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ।
রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: বাগান বাড়ি। গল্প: টিপু আলম মিলন। চিত্রনাট্য: জাকির হোসেন উজ্জ্বল। পরিচালনা: হানিফ খান ও আহমেদ রোহান খান রুবেল। অভিনয়ে: জাহিদ হাসান, জাহিদ হোসেন শোভন, আরফান, সাজু খাদেম, নাদিয়া নদী, সঞ্চিতা দত্ত, তারিক স্বপন, আমিন আজাদ প্রমুখ। রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: প্রবাসী টাকার মেশিন। গল্প: টিপু আলম মিলন। চিত্রনাট্য: ইউসুফ আলী খোকন। পরিচালনা: আল-হাজেন। অভিনয়ে: রাশেদ সীমান্ত, ফজলুর রহমান বাবু, ডা. এজাজ, পাভেল প্রমুখ। রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক: পান সুপারি ভালোবাসা। রচনা: হিরণ সোহেল। পরিচালনা: এস. এম. হামিদ সোহেল।
চ্যানেল নাইন
দুপুর ১টায় প্রচার হবে টেলিফিল্ম: রত্ম গর্ভা। পরিচালনা: সাগর জাহান। অভিনয়ে: চঞ্চল চৌধুরী, দিলারা জামান, মামুনুর রশীদ প্রমুখ। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: আপন সৎ ভাই। পরিচালনা: ফিরোজ খান। অভিনয়ে: এস হক অলিক, সোহেল আরমান, সোমানা হক সোমা প্রমুখ। সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক: তুমি আমার মনের মানুষ। পরিচালনা: আসাদুজ্জামান আসাদ। অভিনয়ে: সাজু খাদেম, শামীম সরকার, শিশির আহমেদ, মানসি প্রকৃতি প্রমুখ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক: এটিএস সার্ভিস। পরিচালনা: এসএম রুবেল। অভিনয়ে: আখম হাসান, শামীম জামান, আরফান আহমেদ, ফারুখ আহমেদ, চৈতি, তুষ্টি প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে একক নাটক: কসাই গ্যাং। পরিচালনা: মেহেদী হাসান মুকুল। অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, রুহি প্রমুখ।