বিনোদন

সুনীল কন্যার কাছে ক্ষমা চাইলেন সালমান

সুনীল কন্যার কাছে ক্ষমা চাইলেন সালমান

বলিউড সুপারস্টার সালমান খান। ‍অভিনেতা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠির কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

সম্প্রতি ভাই আরবাজ খানের টক শো ‘পিঞ্চ’-এ হাজির হয়েছিলেন ‘দাবাং’ অভিনেতা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তার ৪২.২ মিলিয়ন অনুসারী। অন্যদিকে, তিনি ৭২ জন অনুসরণ করেন।

এই সময় আরবাজ সালমান খানের কাছে জানতে চান, ক্যাটরিনা কাইফ, সংগীতা বিজলানি ও আথিয়া শেঠির মধ্যে কাকে অনুসরণ করতে চান না তিনি। এই অভিনেতা উত্তরে সুনীল কন্যার নাম নেন। পরে এর জন্য আথিয়ার কাছে ক্ষমা চান।

এ বিষয়ে আথিয়া এখনো তার প্রতিক্রিয়া জানাননি। তবে এই অভিনেত্রীর বাবা সুনীল শেঠি বলেন, ‘সালমান আমাদের পারিবারিক বন্ধু। তিনি যা করেন মন থেকে। তিনি যখন পর্দাতেই আথিয়ার কাছে ক্ষমা চেয়েছে, সেটি খুবই চমৎকার ছিল। তাদের দু’জনের মধ্যে খুবই মধুর সম্পর্ক। আমার সঙ্গেও তার অনেক সুসম্পর্ক। আর তিনি যখন দুঃখ প্রকাশ করেছেন তা সত্যিই অসাধারণ।’

আরবাজের ‘পিঞ্চ’ চ্যাট শোয়ের এটি দ্বিতীয় সিজন। প্রথম পর্বেই হাজির হয়েছিলেন সালমান। এবারের সিজনে অন্য পর্বে অনন্যা পান্ডে, টাইগার শ্রফ, ফারহান আখতার, কিয়ারা আদভানি, রাজকুমার রাও ও ফারাহ খানকে দেখা যাবে বলে জানা গেছে।