বিনোদন

ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রভাস

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। বর্তমানে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেতা।

জানা গেছে, একসঙ্গে চারটি সিনেমার শুটিং শুরু করেছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এই অভিনেতা। এর মধ্যে সম্প্রতি হায়দরাবাদে নাগ অশ্বিনের সায়েন্স ফিকশন সিনেমা রয়েছে। এতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন।

এছাড়া প্রভাসের ‘রাধে শ্যাম’ সিনেমাটি মুক্তির অপেক্ষায়। কিন্তু এর কিছু দৃশ্য ও গানের দৃশ্যধারণ এখনো বাকি। এই সিনেমার শুটিংও করছেন তিনি। এতে প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন পূজা হেগড়ে।

পাশাপাশি ‘কেজিএফ’ সিনেমাখ্যাত প্রশান্ত নীলের ‘সালার’ সিনেমার শুটিং করছেন প্রভাস। সিনেমার জন্য আর্মি ক্যাম্পের আদলে একটি সেট তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেটের ছবি ভাইরালও হয়েছে।

এখানেই শেষ নয়, ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমার শুটিংও শুরু করেছেন প্রভাস। ‘রামায়ণ’ অবলম্বনে নির্মিতব্য এই সিনেমাতে রাম চরিত্রে দেখা যাবে তাকে। সীতা চরিত্রে অভিনয় করছেন কৃতি স্যানন। রাবণ চরিত্রে পর্দায় হাজির হবেন সাইফ আলী খান।