বিনোদন

ব্ল্যাক জ্যাংয়ের নতুন গান

‘বাংলা হাইপ’ শিরোনামে নতুন র‌্যাপ গান নিয়ে আসছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আসিফুল ইসলাম সোহান। তিনি ব্ল্যাক জ্যাং নামে পরিচিত। আগামী ১৩ আগস্ট গ্লোবাল মিউজিক প্ল‌্যাটফর্মে মুক্তি পাবে গানটি। এর সংগীত পরিচালনা করেছেন শাহান এ এইচ এম।

গত ১৩ বছর ধরে বাংলাদেশে র‌্যাপ গান নিয়ে কাজ করছেন আসিফুল ইসলাম সোহান। দেশের বাইরেও ‌র‌্যাপিং করেছেন তিনি। ২০০৯ সালে তার ব‌্যান্ড আপ-টাউন লোকজ থেকে মুক্তি পায় প্রথম অ্যালবাম। এই অ্যালবামের শ্রোতাপ্রিয় গান হচ্ছে—‘এই মামা এই’। এছাড়াও তার একক অনেক ভিডিও ইউটিউবে মুক্তি পেয়েছে।

২০১৫ সালে ইউএস স্টেট ডিপার্মেন্ট থেকে তিনি আমন্ত্রণ পান নেক্সট লেভেলের কালচার একচেঞ্জ নামক অনুষ্ঠানে। সেখানে বাংলাদেশসহ আরো পাঁচটি দেশ থেকে র‌্যাপিং করতে আসে শিল্পীরা। অনুষ্ঠান শেষে তিনি বাংলাদেশের জাতীয় পতাকা হাতে আল জাজিরা টেলিভিশনে সাক্ষাৎকারও দিয়েছিলেন। ২০১৭ সালে গিয়েছিলেন লন্ডনে। লন্ডনের সাইথ ব্যাংক সেন্টার থেকে তাকে আমন্ত্রণ জানানো হয় ‘ডিক্স উইথআউট বাউন্ডারি’ নামক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সেখানে বাংলাদেশসহ শ্রীলংকা, ইন্ডিয়া ও আফগানিস্তান থেকে শিল্পীরা অংশগ্রহণ করে।

২০১৯ সালে ভারতের মুম্বাইয়ে শো করে অনেক প্রশংসা কুড়ান আসিফুল ইসলাম সোহান। এছাড়া ঘরোয়া রিয়েলিটি শোয়ে বিচারকের দায়িত্ব পালন করেন। র‌্যাপিংয়ের পাশাপাশি কালার্স এফএম রেডিওতে ‘প্ল্যানেট হিপ হপ’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। এটি বাংলাদেশে প্রথম হিপ হপ সংগীতের রেডিও অনুষ্ঠান।

দেশের হিপ হপ সংগীত সম্পর্কে আসিফুল ইসলাম সোহান জানান, আগের চেয়ে বাংলাদেশে গ্রহণ যোগ্যতা বেড়েছে হিপ হপ সংগীতের। শুধু ঢাকাতে নয়, ঢাকার বাইরে নারায়গঞ্জ, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, সিলেট ও খুলনাতেও রয়েছে হিপ হপের বড় একটা অংশ।