বিনোদন

‘জয়া খুব উঁচু দরের অভিনেত্রী’

দুই বাংলার দর্শকের কাছে দারুণ জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দেশের চলচ্চিত্রের পাশাপাশি নিয়মিত কাজ করছেন টলিউডের চলচ্চিত্রে। শুক্রবার (২০ আগস্ট) কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘বিনিসুতোয়’ চলচ্চিত্র। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রটির একটি গানেও পাওয়া যাবে জয়ার কণ্ঠ।

অতনু ঘোষ নির্মিত এ চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে দেখা যাবে জয়া আহসান ও কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। এর আগেও এই অভিনেতার সঙ্গে কলকাতার একটি স্বল্পদৈর্ঘ‌্য চলচ্চিত্রে কাজ করেছেন জয়া। ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে দেওয়া সাক্ষাৎকারে জয়ার ভূয়সী প্রশংসা করেছেন তার এই সহশিল্পী।

ঋত্বিক চক্রবর্তী বলেন, ‘‘অভিনেতা হিসেবে যখন কাজ করি, তখন আলাদা করে রসায়নের বিষয় মাথায় রাখি না। চিত্রনাট্য, মুহূর্ত সব মিলিয়ে হয়তো পুরো বিষয়টা জমাট বাঁধে। শিল্পী ভালো হলে, তারা হয়তো দৃশ‌্যে আরো পরত যোগ করেন। খুব খারাপ অভিনেতা হলেও আমি বুঝতে পারি না, ভালো করছেন নাকি খারাপ করছেন। তবে জয়া খুব উঁচু দরের অভিনেত্রী। আর এটা জানি বলেই বলছি, ‘বিনিসুতোয়’ ওকে ভালো লাগবে।’’

কাজল ও শ্রাবণীর ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক ও জয়া। মধ্য তিরিশের এই দুই মানুষের একে অপরের সঙ্গে পরিচয় হয় একটি রিয়েলিটি শোয়ের অডিশনে। দুজনের জীবনের গল্পে বেশ কিছুটা মিল থাকায় খুব তাড়াতাড়িই পরস্পরের সঙ্গে মিশে যান তারা। কিন্তু এরই মাঝে এক দুর্ঘটনায় আহত হন শ্রাবণী। দ্রুত তাকে ডাক্তারের কাছে নিয়ে যান কাজল। যাওয়ার পথে তারা এক অপরের সঙ্গে শেয়ার করেন জীবনের ঘাত-প্রতিঘাতের গল্প।

‘বিনিসুতোয়’ চলচ্চিত্রে ঋত্বিক, জয়া

এছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন—কৌশিক সেন, চান্দ্রেয়ী ঘোষ, সমন্তক দ্যুতি মৈত্র প্রমুখ। ২০১৯ সালে এর নির্মাণকাজ শেষ হওয়ার পর মহামারি করোনার কারণে থমকে ছিল মুক্তি। অবশেষে কলকাতার কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলো এটি।