দীর্ঘ দশ মাস পর বাড়ি ফিরলেন ইন্ডিয়ান আইডলের ১২তম আসরের দ্বিতীয় রানার আপ অরুণিতা কাঞ্জিলাল। মুম্বাইয়ে লম্বা সফর শেষে শনিবার (২১ আগস্ট) চুপি চুপি বনগাঁয়ে নিজের বাড়িতে ফিরেছেন তিনি।
হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার রাখি পূর্ণিমা। বিশেষ এই দিনটা পরিবারের সঙ্গে কাটাতে ছুটে গেছেন নিজের বাড়িতে। চুপি চুপি বাড়ি গেলেও অরুণিতার আগমন ঘিরে উচ্ছ্বাসে ভাসছে গোটা বনগাঁ। ঘুমানোরও ফুসরত পাচ্ছেন না। তবে ক্লান্তি নেই অরুণিতার চোখেমুখেও। বরং, ঘরে ফেরার পর এক অদ্ভূত প্রশান্তি অনুভব করছেন বলে জানিয়েছেন তিনি।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ গায়িকা বলেন—‘ঘুমোনোর অনেক সময় পাবো, ১০ মাস পরিবার থেকে দূরে ছিলাম। এখন সব সময় ওদের সঙ্গে কাটাতে চাই। আজকের দিনটা দাদাদের সঙ্গে উদযাপন করতে চাই। বাড়ির মতো অনুভূতি অন্য কিছু হতে পারে না। কাল থেকে সব লোকজন আসছেন, আর্শীবাদ করছেন। খুব ভালো লাগছে।’
রাখি উপলক্ষে অরুণিতা তার ভাইকে রাখি পরিয়েছেন। তার ভাই অণীশও অরুণিতাকে উপহার দিয়েছেন। এ বিষয়ে এই গায়িকা বলেন, ‘দাদা আজ চকোলেট দিয়েছে, বলল বাকি গিফট আসছে। তবে আমার কাছে এসব উপহার একদম জরুরি না, দাদা পাশে থাকাটাই জরুরি।’