বরেণ্য অভিনেতা সাদেক বাচ্চু। ৫০০ চলচ্চিত্রে অভিনয় করা দাপুটে এই অভিনেতা নিয়মিত সিনেমায় অভিনয় করতেন। মঞ্চ, টেলিভিশনেও নিয়মিত ছিলেন তিনি। গত বছর ১৪ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান শক্তিমান এই অভিনেতা। মৃত্যুকালেও তার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ ছিল।
টিভি ও সিনেমায় অভিনয়ের স্বাক্ষর রেখে গেছেন সাদেক। নেতিবাচক চরিত্রে তৈরি করেছিলেন নিজস্ব ধরন। মঞ্চ-বেতারেও কাজ করেছেন। সহশিল্পীদের প্রিয়মুখ ছিলেন এ অভিনেতা। মৃত্যু দিবসের প্রথম প্রহরেই সাদেক বাচ্চুকে স্মরণ করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
আজ এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘গত বছর ঠিক এই দিনে করোনার কাছে হেরে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন অভিনেতা সাদেক বাচ্চু ভাই। সাথে থেকে গোসল করিয়ে দাফন সম্পন্ন করেছিলাম। অমায়িক মানুষ ছিলেন তিনি। আজ তাকে হারানোর প্রথম বছর, তার আত্মার মাগফিরাত কামনা করছি।'
সাদেক বাচ্চুর পুরো নাম মাহবুব আহমেদ সাদেক। ১৯৬৩ সালে বেতারে ‘খেলাঘর’ নাটকে প্রথম অভিনয় করেন। ১৯৭২-৭৩ সালে ‘গণনাট্য পরিষদ’ থিয়েটারের সঙ্গে যুক্ত হন। এরপর অনেক নাট্যদলের সঙ্গে কাজ করেছেন তিনি। ১৯৭৪ সালে টেলিভিশন নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম টিভি নাটক ‘প্রথম অঙ্গীকার’। ক্যারিয়ারে ১ হাজারের বেশি টিভি নাটকে অভিনয় করেছেন সাদেক বাচ্চু।
১৯৮৫ সালে ‘রামের সুমতি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন সাদেক বাচ্চু। খল-অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা পেলেও শুরুটা করেছিলেন চলচ্চিত্রের নায়ক হিসেবে। ‘সুখের সন্ধানে’ চলচ্চিত্রে প্রথম খল চরিত্রে অভিনয় করেন তিনি। ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এই অভিনেতা।