বিনোদন

শাহরুখ পুত্রকে ৭ দিনের হেফাজতে চাইছে এনসিবি

শাহরুখ পুত্রকে ৭ দিনের হেফাজতে চাইছে এনসিবি

শাহরুখ পুত্রের মুঠোফোনে মাদকযোগের প্রামাণ্য পাওয়া গিয়েছে বলে দাবি করেছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। আরিয়ানের সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন এনসিবি-এর কর্মকর্তারা। এ জন‌্য আগামী ১১ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে নিজেদের হেফাজতে রাখার আবেদন করেছে এনসিবি।  ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

গত ২ অক্টোবর প্রমোদতরী থেকে আটক করা হয় আরিয়ানকে। রোববার (৩ অক্টোবর) বিকালে তাকে গ্রেপ্তার দেখায় এনসিবি। সোমবার (৪ অক্টোবর) আরিয়ানকে আদালতে হাজির করে হেফাজতে রাখার সময়সীমা বৃদ্ধির আবেদন করে এনসিবি।

এদিকে আরিয়ান খানের আইনজীবী সতীশ মানেশিন্দে বলেন, ‘আমার মক্কেলকে শুধু চ্যাট মেসেজের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে কোনো টিকিট ছিল না, কেবিন বা কোনো আসন ছিল না। তার বোর্ডিং পাসও ছিল না। কারণ সেখানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার কাছে কিছুই পাওয়া যায়নি।’