তুমুল বিতর্ক মাথায় নিয়েই গত ২৬ আগস্ট পুত্র ঈশানকে জন্ম দেন অভিনেত্রী নুসরাত জাহান। এরপর পুত্রের পিতৃপরিচয় নিয়ে শুরু হয় নতুন আলোচনা। ঈশানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত— এ খবর প্রকাশ্যে আসার পর আলোচনায় কিছুটা ভাটা পড়ে। কিন্তু তারপর এ জুটির বিয়ে নিয়ে শুরু হয় নয়া অধ্যায়। কিছুদিন আগে যশের জন্মদিনে তাকে স্বামী হিসেবে স্বীকৃতি দেন তৃণমূল সাংসদ নুসরাত।
সবকিছু পেছনে ফেলে কাজে সরব হয়েছেন নুসরাত-যশ। দুজনে মিলেই ছেলেকে বড় করছেন। কিন্তু বাবা হিসেবে যশ কতটা দায়িত্ববান? এ প্রশ্নের উত্তর দিয়েছেন নুসরাত। তার ভাষায়—‘আমি সবকিছু সামলাতে পেরেছি কারণ প্রতিটি মুহূর্তে যশ আমার পাশে ছিল। আমি যখন শুটিংয়ের জন্য বাইরে যাই, যশ-ই তো সামলে রাখে ঈশানকে। আবার ও বাড়ি না থাকলে ঈশানের সব দায়িত্ব আমার। যশকে বাবা হিসেবে নম্বর দিতে হলে, আমি দশে ১১ দেব। যশ ভীষণ ভালো একজন বাবা।’
বিয়ে-বিচ্ছেদ, সন্তানকে ঘিরে অসংখ্যবার তির্যক সমালোচনা ও ট্রলের মুখে পড়েছেন নুসরাত। এসব কীভাবে সামলান? এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন—‘আমি এসব কথাকে বিশেষ পাত্তা দিই না। আবার আমাকে নিয়ে যারা ট্রল করেন তাদেরও দোষ দিই না। কারণ সবারই তো নিজের মত প্রকাশের স্বাধীনতা আছে!’
২০১৯ সালের ১৯ জুন ভালোবেসে ধর্মীয় রীতি মেনে নিখিল জৈনর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নুসরাত জাহান। তবে এক বছরের মাথায় তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। দীর্ঘদিন আলাদা থাকার পর কয়েক মাস আগে নুসরাত জানান, নিখিলের সঙ্গে লিভ-ইন করেছেন, তাদের রেজিস্ট্রি বিয়ে হয়নি।