বিএফডিসিতে আজ সকাল থেকে চলছে বহুল আলোচিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে দুটি প্যানেল অংশ নিয়েছে। একটি ইলিয়াস কাঞ্চন-নিপুণ, অন্যটি মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল।
মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়ছেন ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেতা ডিপজল। সকালে ভোটগ্রহণের শুরুতেই নিজের ভোট প্রদান করেন তিনি। ভোট দিয়ে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বলে মন্তব্য করেন এই অভিনেতা। ডিপজল বলেন—‘এবারের নির্বাচনের পরিবেশ বেশ সুন্দর। সকাল থেকেই শিল্পীরা আসতে শুরু করেছেন। শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে।’
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কারণ ব্যাখ্যা করে ডিপজল বলেন, ‘চলচ্চিত্রের মানুষের জন্য সব সময় কাজ করে গিয়েছি। আগামীতেও করবো। সেই কাজটি আরো সুন্দরভাবে করার জন্যই নির্বাচনে অংশ নেওয়া। পাশাপাশি নির্বাচন করার জন্য নিজেকে শতভাগ যোগ্য মনে করি।’