বিনোদন

‘মদ নিয়ে ধরা পড়া’ ‘বাচ্চা নিয়ে আড়ালে থাকা’ কাদের ইঙ্গিত করলেন বর্ষা

ঢাকাই সিনেমার নায়িকা আফিয়া নুসরাত বর্ষা। ‘দিন: দ্য ডে’ সিনেমার প্রচারে এসে একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন তিনি।

বুধবার (১৩ জুলাই) রাজধানীর একটি প্রেক্ষাগৃহে ‘দিন: দ্য ডে’ সিনেমার প্রচারে ছিলেন বর্ষা। সেখানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এই সময় বর্ষার কাছে জানতে চাওয়া হয়— অনন্ত জলিলের সব সিনেমাতে কেন তাকে নায়িকা নেওয়া হয়?

প্রশ্নের উত্তরে বর্ষা বলেন, ‘কী টাইপের নায়িকা আপনাদের পছন্দ? সেই নায়িকা পছন্দ- যারা পেটে সন্তান নিয়ে কিংবা সন্তান প্রসব করে হাইডে (আড়ালে) থাকে? নাকি যারা হিরোইন, ফেনসিডিল, মদ, গাঁজা নিয়ে ধরা পড়ে পুলিশের হেফাজতে থাকে? যেসব নায়িকা বিয়ের শাড়িটাও স্পন্সর নিয়ে পরে তাদের পছন্দ? তাদেরকে অনন্ত জলিলের সঙ্গে মানাবে? আমি সেই গ্রেডের নায়িকা না। আমি আমার জায়গায় আছি।’

‘দিন: দ্য ডে’ সিনেমায় বর্ষার বিপরীতে আছেন অনন্ত জলিল। এতে এই অভিনেতাকে আন্তর্জাতিক সংস্থার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা গেছে। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।