একটি হার্ডওয়্যারের দোকানে বসে আছেন দোকানি। একজন ক্রেতা এসে বাকিতে জিনিস নিতে চান। তারপর চলতে থাকে ক্রেতা-বিক্রেতার কথোপকথন; যা রূপ নেয় গানে। মূলত, ‘ব্যবসা পরিস্থিতি’ শিরোনামের একটি র্যাপ গানের ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। গত ১১ আগস্ট ইউটিউবে মুক্তি পায় গানটি। এরপর তুমুল জনপ্রিয়তা পেয়েছে এটি। ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।
এ গানের মূল কারিগর নারায়ণগঞ্জের হার্ডওয়্যার ব্যবসায়ী আলী হাসান। আগে থেকে তাকে খুব বেশি মানুষ না চিনলেও এখন পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। এ গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন আলী হাসান। পাশাপাশি গানটিতে আরো কণ্ঠ দিয়েছেন—সাদি, মানাম, আমিন আলী, উদয়, রাকিব হাসান, মারুফ, সিয়াম হাওলাদার ও রিজন।
আলী হাসান বলেন, ‘আমাদের পারিবারিক ব্যবসা। ২০১৭ সালে বাবার ব্যবসার হাল ধরি। কিন্তু করোনা সংকট, পুঁজি কম হওয়ায় ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে যায়। ৫-১০ লাখ টাকা বিনিয়োগ করেও এখন ব্যবসা করা কঠিন। যার কারণে ব্যবসা ছাড়তে বাধ্য হই। এখন বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছি।’
এ গান তৈরির পেছনের গল্প জানিয়ে আলী হাসান বলেন, ‘২০১০ সাল থেকে আমি হিপহপ গান করি। যখন আমার ব্যবসার খারাপ অবস্থা; তখন মাথায় চিন্তা আসে আমার বাস্তব জীবন নিয়ে একটা গান করব। তারপর আমার বাস্তব জীবন কাহিনি নিয়ে গানটি করি।’
গানটি তৈরি করতে সময় লেগেছে দেড় বছর। তা উল্লেখ করে এ গায়ক বলেন, ‘সাধারণত গান লিখতে অতটা সময় লাগে না। কিন্তু এই গানটা লিখতে সময় লেখেছে। ক্রেতার সঙ্গে আমার যে কথোপকথন- এসব বিষয় তুলে আনতে সময় লেগেছে। গান লেখা, গাওয়া, ভিডিও তৈরি করা ও প্রকাশ করা পর্যন্ত সময় লেগেছে দেড় বছর।’
গানটির ভিডিও তৈরি করতে গিয়ে খানিকটা কষ্ট সহ্য করতে হয়েছে আলী হাসানকে। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘যে দোকানে গানের ভিডিও তৈরি করেছি এটা আমার দোকান না। মূলত এই দোকানের মালিকের ছেলের সঙ্গে আমাদের সম্পর্ক। কেউ কারো দোকানে তো ভিডিও তৈরি করতে দিতে চায় না। অনেকে এসব পছন্দও করে না; আর হিপহপ তো আরো না। এজন্য সকাল ১১টা থেকে আমরা অপেক্ষা করেছি বেলা ৩টা পর্যন্ত। দোকানের মালিক চলে যাওয়ার পর আমরা ভিডিও শুট করি।’
পেশা নয়, গানকে নেশা হিসেবে নিয়েছেন আলী হাসান। গান নিয়ে নিজের ভাবনার কাথা জানিয়ে তিনি বলেন, ‘আগের মতোই আস্তে ধীরে গান করা চালিয়ে যেতে চাই।’
২০১৭ সালে আলী হাসানের একটি গান মুক্তি পায়। ‘ফকিন্নি’ শিরোনামের ওই গান তার নিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। ২০২০ সালে মুক্তি পায় ‘ধর মার ধর’ শিরোনামে এ গায়েক আরেকটি গান।