বলিউডের উঠতি অভিনেতা ইশান কাট্টার। তার আরেক পরিচয় তিনি জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুরের ভাই।
মুম্বাইয়ে সাগরঘেষা একটি ফ্ল্যাটে ইশানের বর্তমান ঠিকানা। সম্প্রতি বিলাসবহুল এই বাড়ির অন্দরের সাজসজ্জা প্রকাশ করেছেন এই অভিনেতা। তার ফ্ল্যাটটির পুরোটাই ক্লাসিক ডিজাইন করা। কাঠের মেঝে, বড় বড় জানালা, বেতের আসবাব, ঘরের ভিতরে রাখা আকর্ষণীয় নানা রকমের গাছ, ওয়ালপেপার ও আধুনিক জিনিসপত্র। এছাড়া খেজুর গাছ ঘেরা একটি শান্ত রাস্তা রয়েছে। এই বাড়ির ডিজাইন করেছে ওয়েস্ট এলম ইন্ডিয়া।
ইন্টারনেটে প্রকাশিত একটি ভিডিওতে তার স্বপ্নের এই বাড়ি নিয়ে ইশান বলেন, ‘চেয়েছিলাম আমার বাড়িতে আধুনিকতার প্রতিফলন হোক। তবে এটিতে ক্ল্যাসিক, পুরানো ধাঁচও রাখতে চেয়েছি। বসার ঘরটিতে প্রকৃতির ছোঁয়া রাখার কারণ সামনে সমুদ্রের একটি সুন্দর দৃশ্য রয়েছে। আমি এই স্থানটিতে উপভোগ করতে চেয়েছিলাম।’
দেখুন: ইশানের বিলাসবহুল ফ্ল্যাটের অন্দরের দৃশ্য
মাজিদ মাজিদির ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে পথচলা শুরু করেছেন ইশান। ২০১৬ সালে ‘উড়তা পঞ্জাব’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে। ‘ধড়ক’ সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরপর ‘খালি পিলি’, ‘আ সুটেবল বয়’ সিনেমায় তাকে দেখা গেছে। মুক্তির অপেক্ষায় এই অভিনেতার ‘পিপা’ সিনেমাটি। এছাড়া ‘ফোন ভূত’ সিনেমায় অভিনয় করবেন তিনি।