বিনোদন

তিশা বললেন, গুজব ছড়াবেন না

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। নাটক-টেলিফিল্মের পাশাপাশি ওয়েব সিরিজে অভিনয় করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। গতকাল থেকে গুঞ্জন উড়ছে, বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। তা-ও ঢালিউড কিং শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে। এ গুঞ্জনের ডালপালা যখন মেলছে, ঠিক তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

এই গুঞ্জন সত্যি নয় বলে দাবি করেছেন তানজিন তিশা। তার ভাষায়—‘আমি যদি সিনেমা করি সেটা তো সুখবর! আর যদি কখনো সিনেমা করি তা সবাইকে জানিয়ে সিনেমা করব। আশা করি, কেউ গুজব ছড়াবেন না বা মিথ্যা নিউজ করবেন না।’

তিশা ভক্তদের অনেক দিনের চাওয়া চলচ্চিত্রে অভিনয় করুক তাদের প্রিয় শিল্পী। কিন্তু চলচ্চিত্রে কেন অভিনয় করছেন না তিশা? কিছুদিন আগে রাইজিংবিডির সঙ্গে আলাপকালে সেই কারণ ব্যাখ্যা করেন এই অভিনেত্রী।  

এ বিষয়ে তিশা বলেন, ‘বিশেষ কোনো কারণ নেই, যদি গল্প ভালো লাগে তবে করব। ফিল্মটা আগে যেভাবে বিবেচনা করতাম এখন সেভাবে করি না। যদি গল্প শুনে মনে হয় এটি আমার প্রজেক্ট তাহলে আমি কাজ করব। তা ছাড়া এই মুহূর্তে ফিল্মে নিজেকে রাখতে চাই না। গল্প, মেকার, কো-আর্টিস্ট, পুরো টিম মিলিয়ে যদি অসাধারণ একটা প্রজেক্ট হয় তাহলে ফিল্মে অভিনয় করব।’