বিনোদন প্রতিবেদকঢাকা, ৮ মে : আবারও শাকিব খান ও অপু বিশ্বাস ঢালিউড মাতাতে আসছেন। ভালোবাসা এক্সপ্রেস শিরোনামের সিনেমাটি ৯ এপ্রিল ঢাকাসহ দেশের সত্তরটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সাফিউদ্দিন সাফি পরিচালিত ছবিটি শুধু ঢাকার চৌদ্দটি হলে মুক্তি পাবে। এদিকে সিনেমাটির নির্মাতা এর সফলতা নিয়েও শতভাগ আশাবাদী।এ বিষয়ে নির্মাতা সংশ্লিষ্টরা জানিয়েছেন, এরই মধ্যে ছবিটির হল বুকিং সংক্রান্ত সব ধরণের প্রস্তুতি শেষ হয়েছে। এখন পর্যন্ত সত্তরটি সিনেমা হল ছবিটি চালানো বিষয়ে সবকিছু নিশ্চিত করেছেন। এর ফাঁকে ফাঁকে চলছে সিনেমাটির প্রচারণার কাজ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবসহ নানাভাবে প্রচারণা চালানো হচ্ছে। এর পাশাপাশি পোস্টারিংও করা হয়েছে।শাকিব-অপুর এ ছবিটি ঢাকার মধুমিতা, ব্লকবাস্টার সিনেমাম, সনি, শ্যামলী, গীত, পূর্নিমা, শাহীন, আগমন,
রাইজিংবিডি/শান্ত/রাশেদ শাওন