বিনোদন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সংকট সমাধানে ৬৭ জনের বিবৃতি

দীর্ঘ দিন ধরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারশনের নেতৃত্ব নিয়ে জটিলতা চলছে। বর্তমান নেতৃত্ব নিয়ে অনাস্থা আরো জোরালো হয়েছে। সংগঠনটিরর অচলাবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে থিয়েটার চর্চার সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন ৬৭ জন নাট্যকার, নির্দেশক ও সংগঠক।

এক বিবৃতিতে জানানো হয়েছে, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, দীর্ঘদিন ধরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বর্তমান নেতৃত্বে চরম স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও অকার্যকর ভূমিকায় বাংলাদেশের নাট্যকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় চারজন নাট্যব্যক্তিত্ব ও ফেডারেশনের প্রাক্তন চেয়ারম্যান যথা: রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, ম হামিদ ও সারা যাকের; সম্প্রতি তারা ফেডারেশনের প্রতিষ্ঠাকালীন নাট্যদল ঢাকা থিয়েটারের ফেডারেশন হতে নিজেদের প্রত্যাহার ও ফেডারেশনের অনিয়ম বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ফেডারেশন বরাবর পত্র লিখেছেন।

ইতোপূর্বেও ফেডারেশনের অনিয়ম, নিষ্ক্রিয়তা ও করণীয় বিষয়ে শ্রদ্ধেয় নাট্যজন রামেন্দু মজুমদার ও নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি এবং ফেডারেশনকে লিখিত পত্র প্রদান করলেও ফেডারেশনের বর্তমান নেতৃত্ব তা উপেক্ষা এবং তাচ্ছিল্যের সঙ্গে অবজ্ঞা করেছেন। এছাড়া ফেডারেশনের সাবেক জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য নাট্যজন শিশির দত্ত, মলয় ভৌমিক ও আহমেদ ইকবাল হায়দার উদ্ভূত পরিস্থিতি নিরসনে ফেডারেশনের প্রতি আহ্বান জানালেও বর্তমান নেতৃত্ব তা আমলে নেননি।

ফেডারেশনের গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ নিয়েছে বর্তমান কমিটি। বিষয়টি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, আমরা জানি, সাধারণ নাট্যকর্মী ব্যানারে ঢাকাসহ সারাদেশের প্রায় ৪ শতাধিক নাট্যকর্মী ফেডারেশনের চেয়ারম্যান বরাবর যৌক্তিক কারণে তার পদত্যাগের দাবি করে স্মারকলিপি প্রদান করেন। ফেডারেশনের বর্তমান নেতৃত্ব সে বিষয়েও কোনো সাড়া দেয়নি। ইতোমধ্যে ঢাকায় থিয়েটার চর্চার সংকট ও ফেডারেশনের নিষ্ক্রিয়তা বিষয়ে প্রতিবাদ সমাবেশ হয়েছে। ফেডারেশনের বর্তমান নেতৃত্ব সম্প্রতি বিভাগীয় সম্মেলন করে ঐসব সম্মেলনে উপস্থিত প্রতিনিধিদের কেন্দ্রীয় সম্মেলনে প্রতিনিধিত্বের অনুমোদন দেয়ার ঘোষণা দিয়েছে এবং ফেডারেশনের গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ নিয়েছে, যা সম্পূর্ণভাবে অগঠনতান্ত্রিক। ষড়যন্ত্রমূলক এই হীন প্রক্রিয়ার মাধ্যমে ফেডারেশনের আগামী নির্বাচনে সুবিধাপ্রাপ্ত ও অনুগত প্রতিনিধি নিয়ে একটি দায়সারা নির্বাচন করার পাঁয়তারা করা হচ্ছে বলে আমরা মনে করি।

ফেডারেশনের চেয়ারম্যানের কার্যক্রমের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়েছে, ফেডারেশনের বর্তমান কমিটি অবৈধভাবে মেয়াদ বাড়িয়ে স্বেচ্ছাচারিতার চরম পরাকাষ্ঠা দেখিয়েছে। গত কয়েক বছর ধরে ফেডারেশন বাংলাদেশে থিয়েটার চর্চার নানাবিধ সংকট নিরসনে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। মূলত ফেডারেশন দরকষাকষির ক্ষমতা হারিয়ে ফেলেছে। এ অবস্থা সৃষ্টি হয়েছে নজিরবিহীনভাবে একই ব্যক্তি বছরের পর বছর ফেডারেশনের চেয়ারম্যান ও শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদে দায়িত্ব পালন করায়। ফলে ঢাকাসহ সারাদেশের নাট্যচর্চা আদর্শিক দিশাহীনতায় মুখ থুবড়ে পড়েছে এবং নানাবিধ সংকটের সম্মুখীন হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা এই জাতীয় প্রতিষ্ঠানটি নিকট অতীতে দেশে সাম্প্রদায়িক মৌলবাদী সংস্কৃতির উত্থান রুখতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এমনকি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতেও এ সংগঠনের সংগ্রামী ভূমিকা লক্ষ্য করা যায়নি।

সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনার তাগিদ দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, নাট্যকর্মীদের বৃহত্তর ঐক্য, মহান মুক্তিযুদ্ধের পক্ষে আদর্শিক অবস্থান অটুট, সৃজনশীলতার বিকাশ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটারের ফেডারেশনের সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে আগামী ৩০ মে মধ্যে ফেডারেশনের বর্তমান নেতৃত্ব সার্বিক বিষয়ে দায়িত্বশীলতার সঙ্গে সুনির্দিষ্টভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। অন্যথায় পরবর্তী উদ্ভূত পরিস্থিতির দায় ফেডারেশনের বর্তমান নেতৃত্বকেই বহন করতে হবে।

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন— অধ্যাপক মলয় ভৌমিক, আহমেদ ইকবাল হায়দার, ফয়েজ জহির, আজাদ আবুল কালাম, হারুন রশীদ, শহীদুজ্জামান সেলিম, মোহাম্মদ বারী, অলোক বসু, মোহাম্মদ আলী হায়দার, ঠান্ডু রায়হান, অধ্যাপক রতন সিদ্দিকী, হাসান শাহরিয়ার, সামিনা নিত্রা, মারুফ কবীর, নূনা আফরোজ, তৌফিকুল ইসলাম ইমন, কামরুন নূর চৌধুরী, মোমেনা চৌধুরী, বিপ্লব প্রসাদ, তৌফিক হাসান ময়না, মাহবুব আলম, এহসানুল আজিজ বাবু, ড. কামালউদ্দিন কবির, অপু শহীদ, আনন জামান, প্রশান্ত হালদার, মো. শাহনেওয়াজ, সগীর মোস্তফা, সুচরিত দাশ খোকন, শুভংকর চক্রবর্তী।

এছাড়াও রয়েছেন অলোক মাহমুদ, বিক্রম চৌধুরী, সুচরিত টিংকু, দীপক চৌধুরী, জুলফিকার চঞ্চল, কামারউল্লা সরকার কামাল, আবুল কাশেম, শাহাজাদ আলী বাদশা, আসলাম আলী, সালাম সাকলাইন, রজত কান্তি গুপ্ত, বিজয় প্রসাদ তপু, সাইফুদ্দিন আহমেদ দুলাল, ওয়াহিদুল ইসলাম, তোসাদ্দেক হোসেইন মান্না, আসাদুল্লাহ ফরাজী, মামুন উর রশীদ মুকুল, মুনির হোসাইন, আব্দুস সালাম, এম রাশিদুল আওয়াল রিজভী, নিতাই কুমার সরকার, আসাদুজ্জামান খোকন, আহসান কবীর লিটন, রতন দাস, জসিম উদ্দিন, সাগর কুমার সরকার, সাজিদুল করিম, মশগুল হোসেন ইতি, আবু জাফর মো: ফজলুল বারী রনি, সেলিম জাহাঙ্গীর, মো. মুনিরুজ্জামান, এড. সুখময় রায় বিপলু, অতনু করঞ্জাই, হোসেন আনোয়ার, খোয়াজ রহিম সবুজ ও শামসুল বাসিত শেরো।