বিনোদন

৬০ বছর বয়সে আশিষের বিয়ে, প্রাক্তন স্ত্রীর ইঙ্গিতপূর্ণ পোস্ট

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা আশিষ বিদ্যার্থী। বৃহস্পতিবার (২৫ মে) সকালে দ্বিতীয়বার বিয়ে করেন ৬০ বছর বয়সী এই অভিনেতা। কনের নাম রুপালি বড়ুয়া। জীবনের এ পর্যায়ে এসে বিয়ে করায় বিষয়টি এখন বহুল চর্চিত। এবার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন আশিষের প্রাক্তন স্ত্রী রাজশী বড়ুয়া।

আশিষ বিদ্যার্থীর প্রাক্তন স্ত্রী অভিনেত্রী-গায়িকা রাজশী বড়ুয়ার ইনস্টাগ্রাম স্টোরি দেখে অনেকেই অনুমান করতে পারছেন তার মন ভালো নেই। এতে এ অভিনেত্রী লিখেছেন, ‘সঠিক ব্যক্তি আপনাকে প্রশ্ন করবেন না যে, আপনি তাদের কী বলতে চাইছেন! আপনি আঘাত পেতে পারেন, এজন্য তারা এটা করবেন না।’

আরো পড়ুন: ৬০ বছর বয়সে ফের বিয়ে করলেন আশিষ বিদ্যার্থী

আরেকটি স্টোরিতে রাজশী বড়ুয়া লিখেন, ‘এখনই আপনি আপনার মন থেকে অতিরিক্ত চিন্তাভাবনা এবং সন্দেহ দূর করুন। ব্যাখ্যা করতে গেলে বিভ্রান্তি তৈরি হতে পারে, শান্তি ও প্রশান্তি আপনার জীবনকে পূর্ণ করুক। আপনি অনেক দিন ধরেই শক্ত ছিলেন, আপনার আশীর্বাদ গ্রহণ করার সময় এসেছে। আপনি এর যোগ্য।’

বর্ষীয়ান অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজশী বড়ুয়াকে বিয়ে করেছিলেন আশিষ। এ সংসারে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। কি কারণে এ সংসার ভেঙে গেছে তা জানা যায়নি। তবে রাজশী সোশ্যাল মিডিয়ায় এখনো শোভা পোচ্ছে আশিষের ছবি।