ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। অভিনয় দক্ষতায় দর্শক মনে জায়গা করে নিয়েছেন তিনি। ইতোমধ্যে ‘সুপার থার্টি’, ‘বাটলা হাউজ’, ‘গোস্ট স্টোরিজ’, ‘তুফান’ ও ‘ধামাকা’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন।
সর্বশেষ ‘সীতা রামাম’ সিনেমায় অভিনয় করে বিশেষভাবে নজরকাড়েন ম্রুণাল ঠাকুর। এ সিনেমা তার ক্যারিয়ারে অনেক কিছু বদলে দিয়েছে। এরই মাঝে পারিশ্রমিক বাড়ালেন এই অভিনেত্রী। পূর্বের পারিশ্রমিকের তুলনায় ১৩৫ শতাংশ বেশি পারিশ্রমিক নিচ্ছেন তিনি।
টলিউড ডটনেট জানিয়েছে, ‘সীতা রামাম’ সিনেমার জন্য ম্রুণাল ঠাকুর ৮৫ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। এখন তিনি প্রতি সিনেমার জন্য ২ কোটি রুপি পারিশ্রমিক দাবি করছেন। বর্তমানে তেলেগু ও বলিউড থেকে অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পাচ্ছেন এই অভিনেত্রী।
ম্রুণাল ঠাকুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরিজ’। কাজল-তামান্না অভিনীত এ সিনেমা গত ২৯ জুন নেটফ্লিক্সে মুক্তি পায়। তা ছাড়াও হিন্দি ভাষার ‘পূজা মেরি জান’ ও ‘পিপা’ সিনেমার শুটিং শেষ করেছেন ম্রুণাল। বর্তমানে হিন্দি ও তেলেগু ভাষার একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।