বিনোদন

‘শাহরুখের সিনেমা ভারতীয় সংস্কৃতিকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে’

বলিউড নির্মাতা বিবেক অগ্নিহোত্রী। ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা নির্মাণ করে দারুণভাবে আলোচনায় উঠে আসেন তিনি। মাঝে মধ্যে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনাম হন এই নির্মাতা। এবার বলিউড বাদশা শাহরুখ খানকে আক্রমণ করে মন্তব্য করলেন বিবেক।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ-কে সাক্ষাৎকার দিয়েছেন বিবেক। এসময় এই নির্মাতা বলেন— ‘‘সুপারস্টার হিসেবে অমিতাভ বচ্চনের উত্থান শুধু ‘দিওয়ার’ থেকে নয়, ‘শাহেনশাহ’ সিনেমারও ভূমিকা রয়েছে। তারপর হিন্দি সিনেমা আর কোনো দিন আসল গল্প বলেনি। বিশেষ করে শাহরুখ খান ও করন জোহরের সিনেমা ভারতীয় সংস্কৃতিকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। তাই আমি মনে করি, আসল গল্প বলাটা খুব জরুরি ছিল।’’

এবারই প্রথম নয়, এর আগেও শাহরুখের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিবেক। ‘পাঠান’ সিনেমায় দীপিকার বিকিনি বিতর্কের আগুনে ঘি ঢেলে টুইটারে একটি ভিডিও শেয়ার করেছিলেন এই পরিচালক। তাতে বিবেক দাবি করেছিলেন— ‘পাঠান’ সিনেমার গানের নাচ ‘অশ্লীল’। এ ধরনের ভিডিওর কারণে ‘ধর্ষিত ও লাঞ্ছিত হয় সাধারণ মেয়েরা’।

তারপর শাহরুখ খানের ভক্তরা বিবেককে খুনের হুমকি দেন। এবারের মন্তব্য প্রকাশ্যে আসার চটেছেন শাহরুখ ভক্তরা।