শাহরুখ খান-নয়নতারা অভিনীত সিনেমা ‘জওয়ান’। গত ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এটি। ১০ দিনে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ৭৮০ কোটি রুপি।
এ সিনেমায় শাহরুখ খানের প্রমীলা বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্য লক্ষ্মী চরিত্রে অভিনয় করেছেন প্রিয়ামনি। বক্স অফিসে যখন সাফল্যের জয়রথ চলছে, তখন ‘জওয়ান’ সিনেমার পরিচালক অ্যাটলির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ করলেন প্রিয়ামনি। জুম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মজার ছলে এ অভিযোগ করেন এই অভিনেত্রী।
এ আলাপচারিতায় প্রিয়ামনি জানান, ‘জওয়ান’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করার কথা ছিল দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয়ের। এ অভিনেতার অভিনয়ের কথা শুনে উচ্ছ্বসিত ছিলেন প্রিয়ামনি। তাই অ্যাটলিকে অনুরোধ করেছিলেন, কিছু দৃশ্যে তাকে যেন বিজয়ের সঙ্গে অভিনয়ের সুযোগ দেওয়া হয়। পরিচালক অ্যাটলিও প্রিয়ামনির আবদার মেনে নেন। কিন্তু শুটিংয়ের সময়ে সেই স্বপ্ন ভেঙে যায়! কারণ সিনেমাটিতে কাজ করেননি বিজয়।
এ সময় মজার ছলে প্রিয়ামনি বলেন— ‘অ্যাটলি আমার সঙ্গে প্রতারণা করেছেন।’
‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।