বিনোদন

গাজাবাসীকে অর্থ সহায়তা দিলেন সংগীতশিল্পী আতিফ আসলাম

হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিরতিহীন বিমান হামলা চলছেই। একদিকে মৃত্যুর মিছিল, অন্যদিকে পানি-খাদ্য সংকটে মানবেতর জীবন-যাপন করছেন সেখানকার বাসিন্দারা।

এ পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়ালেন পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলাম। গাজাবাসীর জন্য ১৫ মিলিয়ন পাকিস্তানি রুপি অর্থ সহায়তা করেছেন এই শিল্পী।

আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানি দাতব্য সংস্থা আলখিদমাত ফাউন্ডেশনের মাধ্যমে ১৫ মিলিয়ন পাকিস্তানি রুপি অর্থ সহায়তা করেছেন সংগীতশিল্পী আতিফ আসলাম। গাজার অসহায় মানুষের চিকিৎসা ও খাদ্যের জন্য এই অর্থ ব্যয় করা হবে।

দাতব্য সংস্থা আলখিদমাত ফাউন্ডেশন এক টুইটে (এক্স) জানিয়েছে, এই দুঃসময়ে গাজার মানুষের জন্য ১৫ মিলিয়ন রুপি অর্থ সহায়তা দেওয়ার জন্য সম্মানিত আতিফ আসলামের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

অবরুদ্ধ গাজাবাসীর কঠিন সময়ে বিশ্বের শিল্পী সমাজকে সেভাবে কণ্ঠ উঁচু করতে দেখা যায়নি। অধিকাংশ শিল্পীরা নীরবতা পালন করছেন। সেই সময়ে অর্থ সহায়তার জন্য আতিফ আসলামের ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।