বিনোদন

অরিজিতের পা ছুঁয়ে রণবীরের প্রণাম, মুগ্ধ নেটিজেনরা (ভিডিও)

মঞ্চে বাহারি আলোকসজ্জা। অগণিত দর্শকের উল্লাসে মুখরিত চারপাশ। গিটার হাতে মঞ্চে ব্যস্ত গায়ক অরিজিৎ সিং। এর মাঝে মঞ্চে পা রাখেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তাকে দেখে এগিয়ে যান অরিজিৎ। রণবীর কাছে এসেই এ গায়কের পা ছুঁয়ে প্রণাম করতে যান। সঙ্গে সঙ্গে হাঁটু ভেঙে বসে রণবীরের হাত ধরে তাকে বুকে জড়িয়ে নেন অরিজিৎ।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। রণবীর কাপুরের এই বিনয়ে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘আমাদের জেনোরেশনের মধ্যে সেরা দুই সুপারস্টার।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে নেটদুনিয়ায়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চণ্ডীগড়ের কনসার্টের দৃশ্য এটি। রণবীর কাপুরের পরবর্তী সিনেমা ‘অ্যানিমেল’। এ সিনেমার প্রচারের অংশ হিসেবে এই মঞ্চে হাজির হন রণবীর কাপুর।

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা নির্মাণ করেছেন ‘অ্যানিমেল’ সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন তারা। আগামী ১ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।