মানিকগঞ্জ-২ আসনে ফের আওয়ামী লীগের মনোনয়ন পেলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নপ্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করেন।
কণ্ঠশিল্পী মমতাজ বেগম ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান। ২০১৮ সালের নির্বাচনেও দলের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ।
গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগামী ৭ জানুয়ারি একযোগে সারাদেশে ৩০০ আসনে ভোট গ্রহণ হবে।
সিইসি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১-৪ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। ওইদিন থেকে প্রচার-প্রচারণা চালানো যাবে।