বিনোদন

ব্যস্ত রাস্তায় ‘মাতাল’ সানি দেওল (ভিডিও)

ব্যস্ত রাস্তায় নিয়ন আলোর শোভা। ছুটে যাচ্ছে প্রাইভেট কার ও সিএনজি। এ রাস্তা হেঁটে পার হচ্ছেন অভিনেতা সানি দেওল। তার পরনে জিন্সের প্যান্ট ও সাদা রঙের শার্ট। আপাত দৃষ্টিতে সবকিছু ঠিকই ছিল। কিন্তু মাতাল হওয়ায় ঠিকভাবে হাঁটতে পারছিলেন না সানি দেওল।

সানি দেওল যখন রাস্তার মাঝে পৌঁছান, তখন তার কাছে গিয়ে দাঁড়ায় একটি সিএনজি। বিষয়টি বুঝতে পেরে ড্রাইভার দ্রুত নেমে তাকে ধরে সিএনজিতে বসিয়ে নিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দারুণভাবে সমালোচিত হচ্ছেন সানি দেওল। কারণ বাস্তব জীবনে প্রকাশ্যে একজন তারকার এমন ‘মাতলামি’ ইতিবাচকভাবে দেখছেন না তারা। অন্যদিকে নেটিজেনদের অনেকে বলছেন, এটি সিনেমার শুটিংয়ের দৃশ্য।

তাদের দাবি, মুম্বাইয়ের জুহুতে ভিডিওটি ধারণা করা হয়েছে। মূলত, সেখানে ‘সাফার’ সিনেমার শুটিং করছিলেন সানি দেওল। অভিনেতার হেটার্সরা তার বদনাম করার জন্য ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন।

নেটিজেনদের দুই শিবির থেকে দুই ধরনের বক্তব্য পাওয়া গেলেও এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেননি সানি কিংবা ‘সাফার’ সিনেমার টিম।