বিনোদন

গাড়ি থেকে ‘প্যারাসাইট’ অভিনেতার মরদেহ উদ্ধার

‘প্যারাসাইট’খ্যাত দক্ষিণ কোরিয়ার অভিনেতা লি সান-কিউনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) সিওল শহরের পার্কে রাখা একটি গাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ৪৮ বছল বয়সী লি সান-কিউন আত্মহত্যা করেছেন কিনা তা পরিষ্কার নয়। কারণ এ অভিনেতার স্ত্রী পুলিশকে জানিয়েছেন, বাড়ি থেকে বের হওয়ার আগে লি সান একটি চিরকুট রেখে গেছেন।

এ প্রতিবেদনে আরা জানানো হয়েছে, অবৈধ মাদক ব্যবহারের অভিযোগে তিনবার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন লি। একেকবার টানা ১৯ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এসময় লি সান-কিউন জানান, একজন বার হোস্টেস তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছেন।

‘প্যারাসাইট’ সিনেমায় পার্ক ডং-ইক চরিত্রে অভিনয় করেন লি সান। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ২০২০ সালে অস্কারে সেরা সিনেমাসহ চারটি পুরস্কার লাভ করে।