বিনোদন

জুনিয়র এনটিআরের পর জাহ্নবীর সঙ্গী সুরিয়া

প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ‘দেবারা’ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার। সিনেমাটিতে তার স্বপ্নের নায়ক জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করছেন। 

‘দেবারা’ মুক্তির আগেই আরেকটি দক্ষিণী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী কাপুর। এ যাত্রায় জনপ্রিয় নায়ক সুরিয়াকে সঙ্গী হিসেবে পেয়েছেন এই অভিনেত্রী। ইন্ডিয়া টিভি নিউজ এ খবর প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, মহাভারত অবলম্বনে নির্মিত হবে প্যান-ইন্ডিয়ার এই সিনেমা। দুটো ভাগে নির্মিত হবে এটি। যার কারণে বাজেটও অনেক বড়। ‘কর্ন’ শিরোনামে সিনেমাটি পরিচালনা করবেন পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করবেন সুরিয়া ও জাহ্নবী কাপুর।

 

‘ধড়ক’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জাহ্নবী। এরপর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেন তিনি। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাওয়াল’। গত বছর মুক্তি পায় এটি।

 

বর্তমানে জাহ্নবীর হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘দেবারা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘উলাজ’।