বিনোদন

ডিবি কার্যালয়ে যাচ্ছেন দীঘি

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বিষয়টি নিয়ে কথা বলতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে যাচ্ছেন তিনি।

এর আগে বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়ে ডিবিতে অভিযোগ করেন দীঘি। তারই পরিপ্রেক্ষিতে খুব দ্রুত সময়ে অপরাধীরা ধরা পড়ে। জানা যায়, হ্যাক করে টাকা হাতিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ডিবি কার্যালয়ে বিস্তারিত কথা বলেবেন তিনি।

প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতর মেয়ে প্রার্থনা ফারদিন দিঘী। চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।