বিনোদন

বি‌য়ে কর‌লেন স্প‌র্শিয়া

বি‌য়ে কর‌লেন ম‌ডেল-অ‌ভি‌নেত্রী অ‌র্চিতা স্প‌র্শিয়া। তার ব‌রের নাম সৈয়দ রিফাত নওঈদ হোসেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকতে তা‌দের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পরিবারের পছন্দেই বিয়ে করেছেন স্প‌র্শিয়া।এ তথ‌্য উ‌ল্লেখ ক‌রে তি‌নি ব‌লেন, ‘আমি আগেই বলেছি, বিয়েটা আম্মুর পছন্দেই করব। এ ছাড়া কিছু বিষয়ে নাওঈদকে আমিও মনের মতো পেয়েছি, তাই রাজি হয়েছি। সে-ও হয়ত আমার মধ্যে তার স্ত্রী হিসেবে যে গুণগুলো চেয়েছিল, সেগুলো পেয়েছে।’

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সমুদ্র সৈক‌তে সম্পন্ন হয় স্পর্শিয়ার গায়ে হলুদ ও সংগীত অনুষ্ঠান। ভেন‌্যু হি‌সে‌বে সমুদ্র সৈকত বে‌ছে নেওয়ার কারণ ব‌্যাখ‌্যা ক‌রে স্প‌র্শিয়া ব‌লেন, ‘সমুদ্র আর পাহাড় আমার ভীষণ প্রিয়। তাই সবসময় ইচ্ছে ছিল, এমন জায়গায় বিয়ে করব, যেখানে পাহাড় আর সমুদ্র দুটোই রয়েছে। শ্বশুরবাড়ির লোকজনও আমার ইচ্ছাকে প্রাধ্যান্য দিয়েছেন।’

স্প‌র্শিয়ার বর সৈয়দ রিফাত নওঈদ হোসেনের বা‌ড়ি চট্টগ্রামে। একটি বহুজাতিক কোম্পা‌নি‌তে চাক‌রি ক‌রেন তি‌নি।

বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে শোবিজে যাত্রা শুরু ক‌রেন স্পর্শিয়া। এরপর নাটক ও সিনেমায় কাজ করেন। তার অ‌ভিনীত উ‌ল্লেখ‌যোগ‌্য সি‌নেমা হ‌লো ‘নবাব এলএলবি’, ‘কাঠবিড়ালী’, ‘আবার বসন্ত’ প্রভৃতি।