বিনোদন

আলিয়ার পোশাকের মূল্য ৪ লাখ টাকা

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয় গুণে অনেক আগেই নিজের জাত চিনিয়েছেন মহেশ কন্যা। অভিনয়ের প্রতি যেমন যত্নশীল, তেমনি ফ্যাশনেও সচেতন এই নায়িকা। এবার তার প্রযোজিত ‘পোচার’ সিরিজের ট্রেইলার লঞ্চিং অনুষ্ঠানে হাজির হয়ে নজর কাড়লেন এই অভিনেত্রী।

‘পোচার’ সিরিজের নির্বাহী প্রযোজক আলিয়া ভাট। এতে অভিনয় না করলেও সিরিজটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। ফলে তার এ উচ্ছ্বাসের অভিব্যক্তি ধরা দেয় চোখে-মুখে। তা ছাড়াও আলিয়ার পরনের প্যান্ট-স্যুটটি বিশেষভাবে নজর কেড়েছে। কারণ তার পরনের পোশাকটির মূল্য জানলে অনেকেই নড়েচড়ে বসবেন।

সিয়াসাত ডটকম জানিয়েছে, আলিয়ার পোশাকটি ডিজাইন করেছেন এলি। তার ব্লেজারের মূল্য ২ হাজার ৭২৫ মার্কিন ডলার। আর প্যান্টের মূল্য ১ হাজার ৭২ ডলার। আরামদায়ক এ পোশাকের মোট মূল্য ৩ হাজার ৭৯৭ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ ১৬ হাজার টাকার বেশি।  

‘পোচার’ নির্মাণ করেছেন রিচি মেহতা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— নিমিষা, রোশান ম্যাথিউ প্রমুখ। আগামী ২৩ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘পোচার’।